২৭ অক্টোবর 'পঞ্চম সু সিয়াং চুং কুও---পেইচিং পাঠক পর্ব' ফাইন্যান্স ফেস্টিভাল পেইচিংয়ের থিয়েন ছিয়াও আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এবার পেইচিং পাঠক পর্ব ফাইন্যান্স ফেস্টিভালে ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়, যেমন সংলাপ, বই সংক্রান্ত আলোচনা, পাঠকের সাফল্যের প্রদর্শনী ইত্যাদি।
পেইচিং শহরে বই পাঠের পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে আরো বেশি মানুষ বই পড়ায় ভালো অভ্যাস গড়ে তুলতে চায়। যেমন, পরিবার সদস্যরা বই পড়ার মাধ্যমে মমতার বন্ধন তৈরি করে। বিভিন্ন কমিউনিটির পাবলিক লাইব্রেরিতে বেশ কিছু বই-বিনিময় সভা আয়োজন করা হয়।
এবারের 'পঞ্চম সু সিয়াং চুং কুও---পেইচিং পাঠক পর্ব' ফাইন্যান্স ফেস্টিভালে সারা দেশের প্রযুক্তি গবেষণা, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, পর্যটনসহ বিভিন্ন মহলের বিখ্যাত ব্যক্তিরা হাজির হন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বই পড়া এবং বই পড়ার প্রবণতা বাড়ানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা।
সাধারণ বইয়ের দোকান, পাবলিক লাইব্রেরি ছাড়া, পেইচিংয়ে বর্তমানে অনেকই ডিজিটাল পদ্ধতি নিয়ে নাগরিকদের জন্য বই পড়ার পরিবেশ দিয়েছে। বইমেলায় ৫০টিরও বেশি মাধ্যম ও ওয়েবসাইট যোগ দিয়েছে। উইচ্যাট, উইবোসহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্ক সোসাইটি একটি বই পড়ার প্ল্যাটর্ফম তৈরি করেছে। কেউ যদি বই পড়তে চায়, সে যেখানেই থাকুক না কেনো, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বই পড়ার শখ পূরণ করতে পারবেন তিনি।