Web bengali.cri.cn   
'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠান-১১০৩
  2015-11-03 15:29:51  cri
৬০তম বেলগ্রেড আন্তর্জাতিক বইমেলা ২৫ অক্টোবর সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শুরু হয়েছে। ২০টিরও বেশি দেশের প্রায় ৫'শ প্রকাশনী সংস্থা এ বইমেলায় যোগ দিয়েছে। চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, ভারত, ব্রাজিল ও জাপানের প্রকাশনী সংস্থা এখানে রয়েছে। রাশিয়া হলো এবারের বইমেলার প্রধান দেশ। রাশিয়ার অনেক বিখ্যাত লেখক এ বইমেলায় এসেছেন।

পহেলা নভেম্বরে শেষ হয় এই বইমেলা। উদ্যোক্তা ইউনিট বইমেলা চলাকালে বার্ষিক সেরা প্রকাশনা ব্যবসায়ীর পুরস্কার এবং বার্ষিক সেরা প্রকাশনা দ্রব্যের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পাঠকরা বইমেলা থেকে লেখকদের স্বাক্ষর সম্বলিত বই সংগ্রহ করেছেন।

বেলগ্রেড আন্তর্জাতিক বইমেলা হলো ইউরোপের তৃতীয় বৃহত্তম বইমেলা। এই আন্তর্জাতিক বইমেলায় গত বছর চীন ছিল প্রধান দেশ।

সর্বশেষ প্রকাশিত '২০১৫ Comic and Animation Blue Book: চীনের কমিক ও অ্যানিমেশন (Comic and Animation) উন্নয়ন প্রতিবেদনে' বলা হয়েছে, ২০২০ সালে চীনের কমিক ও অ্যানিমেশন শিল্পের আকার বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে। এ শিল্পের মূল্য ২০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে বিশ্বের কমিক ও অ্যানিমেশন শিল্পের একটি শক্তিশালী দেশে পরিণত হবে চীন।

প্রিয় বন্ধুরা এবার শুনুন 'পঞ্চম সু সিয়াং চুং কুও---পেইচিং পাঠক পর্ব' উত্সব পেইচিংয়ে অনুষ্ঠিত শিরোনামে একটি প্রবন্ধ। আশা করছি, এটি বন্ধুরা পছন্দ করবেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040