Web bengali.cri.cn   
চীনের সান ইয়াত-সেন (চোংশান) বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি শিক্ষার্থী রিজওয়ান আহমেদের সাক্ষাতকার
  2015-10-14 18:23:51  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন? আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিআরআই বাংলা বিভাগের শিক্ষাবিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'।

আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনবেন চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য এবং এরপর শুনবেন এ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী রিজওয়ান আহমেদ'র সাক্ষাতকার।

আর বরাবরের মতোই এ অনুষ্ঠান পরিবেশন করছি আমি ছাওইয়ানহুয়া সুবর্ণা ও এনামুল হক টুটুল।

সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় (চোংশান) চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়কে চোংশান বিশ্ববিদ্যালয়ও বলা হয়। কারণ মি. সান ইয়াত-সেনের অপর নাম চোংশান। পূর্বে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিলো জাতীয় কুয়াংতুং বিশ্ববিদ্যালয়।

১৯২৪ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। চীনের মহান নেতা, বিপ্লবী সান ইয়াত-সেন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস কুয়াংচৌ শহরে অবস্থিত। এছাড়া, চুহাই শহরে এর শাখা ক্যাম্পাসও রয়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এ বিশ্ববিদ্যালয়টি বর্তমানে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম একটি।

কুয়াংচৌতে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের তিনটি শাখা ক্যাম্পাস স্থাপন করা হয়।

দক্ষিণ ক্যাম্পাসে প্রধানত লিবারেল আর্টস বিভাগ, চীনা ভাষা ও সাহিত্য বিভাগ, দর্শন বিভাগ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গবেষণাগার, বিদেশি ভাষা ইন্সটিটিউট, আন্তর্জাতিক চীনা ভাষা ইন্সটিটিউটসহ প্রায় ২৪টি বিভাগ ও ইন্সটিটিউট রয়েছে।

উত্তর ক্যাম্পাস ইউয়েসিউ এলাকার চোংশান রোডে অবস্থিত। এখানে মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ইন্সটিটিউট, কুয়াংহুয়া মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সটিটিউট অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্ব ক্যাম্পাস শহরের উপকণ্ঠ এলাকায় অবস্থিত। আইন একাডেমি, প্রশাসন ইন্সটিটিউট, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ও শিল্প একাডেমিসহ প্রায় ১৫টি একাডেমি ও বিভাগ এখানে স্থাপন করা হয়।

আচ্ছা, টুটুল গত সেপ্টেম্বর মাসে আমরা তো এ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে গিয়েছিলাম, তাইনা? এ ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে আপনি কিছু বর্ণনা দিতে পারেন?


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040