Web bengali.cri.cn   
জাতিসংঘে চীন ইতিবাচক অবদান রাখবে : সি চিন পিং
  2015-09-24 15:09:26  cri

সেপ্টেম্বর ২৪: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ঈ বলেছেন, চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এ ইতিহাস স্মরণ করা এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার এই সন্ধিক্ষণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকীতে ধারাবাহিক শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এ সম্মেলনে তিনি সারা বিশ্বের সামনে চীনের অবস্থান ঘোষণা করবেন। চীনের ভাবমূর্তি তুলে ধরবেন এবং চীনের ইতিবাচক অবদানের কথা বলবেন। গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি এসব কথা বলেন।

লিউ চিয়ে ঈ জানান, শীর্ষ সম্মেলনে সি চিন পিং শান্তি ও উন্নয়নকে কেন্দ্র করে সার্বিক ও প্রণালীবদ্ধভাবে চীনের গুরুত্বপূর্ণ নীতি ব্যাখ্যা করবেন। বিভিন্ন দেশকে অব্যাহতভাবে 'জাতিসংঘ সনদ'-এর মৌলিক নীতির ভিত্তিতে গড়ে তোলা আন্তর্জাতিক শৃঙ্খলা ও ব্যবস্থা রক্ষা করার কথা বলবেন। সক্রিয়ভাবে সহযোগিতা ও সকলের কল্যাণের উদ্দেশ্যে নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহবান জানাবেন। এছাড়া যৌথভাবে মানবজাতির অভিন্ন স্বদেশের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনার কথা উপস্থান করবেন সম্মেলনে।

শীর্ষ সম্মেলন চলাকালে চীন জাতিসংঘের সঙ্গে যৌথভাবে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বিষয়ক গোলটেবিল বৈঠক ও বিশ্ব নারী শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।

লিউ চিয়ে ঈ আরো বলেন, জাতিসংঘের মহাসচিব বান কিন মুনের আমন্ত্রণে সি চিন পিং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে উপস্থিত থাকবেন। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়নের পথ বাস্তবায়ন করার বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করবেন।

জানা গেছে, জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি নেতা উপস্থিত থাকবেন। এবারের শীর্ষ সম্মেলন বিশ্বে সবচেয়ে বড় আকারের সস্মলন। সর্বোচ্চ পর্যায়ের এবং সবচেয়ে প্রভাবশালী কূটনৈতিক মহাসম্মেলন বলা যায়।

(ইয়ু/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040