প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'প্রেমিকা'। এটি ক্যান্টনিস ভাষায় গাওয়া একটি গানটি। গানের কথা এমন, আশা করি তুমি আমার জন্য আর কাঁদবে না। আমি তোমার মনে দুঃখ দিতে চাই না। আশা করি তুমি আমার জন্য আর দুঃখ সহ্য করবে না। আমার মন যেন পানির মত স্থির। তোমার কোনো আসক্ততার প্রয়োজন নেই। আমাদের দু'জনের প্রেম ভাগ্যনির্ধারিত। ভালোবাসা বা আকস্মিক ব্যাপার তা বলা যায় না। তবে এ প্রেম রক্ষা করার জন্য আমরা উভয়েই প্রতিশ্রুতিবদ্ধ। সম্ভবত অনেক বছর পর আমরা পুনরায় মিলিত হবো। তখন আশা করি আমরা বন্ধুর মতো কথাবার্তা বলবো...।
শ্রোতা, পরের গানের নাম 'আমার গোপন কথা'। এ গানটিও মিস তেং'র নিজের রচনা। গানের মাধ্যমে তার নিজের প্রেমের অনুভূতি বর্ণনা করা হয়েছে। এ গানে বলা হয়েছে, সম্প্রতি আমার মনে বেশ আনন্দ। জানি না কেন। তবে এ সুখি মনে তোমার জন্য গান গাইতে চাই। আকাশে তারা দেখে তোমার গল্প স্মরণ করি। জানি না এ অনুভূতি ভালোবাসা কি না। তবে আমি জানি এখন তোমাকে বেশ মিস করি। আমাদের দূরত্ব যাই হোক, তুমি আমার পাশে নেই। তবে মনে মনে যেন তোমার সাথে থাকি। এ কথা আমি বলতে চাই। তোমার জন্য আমার মনে গোপন ভালোবাসা থাকে। আমাদের মধ্যে দূরত্ব হয়তো কমে যায়। তুমি কি আমাকে ভালোবাসো? আমার মনের কথা গোপনে তোমাকে বলতে চাই। তা হলো আমি তোমার প্রেমে পড়েছি। এ অস্পষ্ট ভালোবাসার অনুভূতি আমার মনে অনেক সুখ সৃষ্টি করছে...।
বন্ধুরা, রোমান্টিক সব গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। আজকের অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আমরা। শেষ করার আগে মিস তেং'র গাওয়া আরেকটি ক্যান্টনিজ ভাষার গান শোনাবো আপনাদের। এ গানের নাম 'তুমি কোথায় গেছো'।
আর এ গানের মাধ্যমে শেষ করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আবার কথা হবে, যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)