0826
|
হে হুই সংগীতের জগতে এসেছেন আকস্মিকভাবে। ১৯৯০ সালের গ্রীষ্মকালে তিনি সাধারণ চীনা হাইস্কুল ছাত্র-ছাত্রীর মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সহপাঠীদের উত্সাহে হে হুই একটি গান গেয়ে শোনান। হে হুই-এর শিক্ষক এ গান শুনে অভিভূত হন। তিনি তাকে একজন গানের শিক্ষকের বাড়িতে নিয়ে আসেন। আসলে ছোটবেলা থেকে হে হুই গান গাইতে পছন্দ করতেন। তবে তিনি অন্তর্মুখী মানুষ হওয়ায় সবার সামনে গান গাইতে চাইতেন না। তার শিক্ষক তাকে উত্সাহ দেন এবং হে হুই সংগীত বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী হয়ে ওঠেন। তবে যখন তিনি এ সিদ্ধান্ত নেন তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাত্র এক মাস বাকি। তার মানে এক মাসের মধ্যে তাকে প্রস্তুতি নিতে হবে।
প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে হে হুই বাড়ির কাছে একটি নদীর পাশে আসতে শুরু করেন। তিনি নদীর পাশে বসে জানা সব গান উচ্চকণ্ঠে একের পর এক গাইতেন। এক মাস পর হে হুই ভর্তি হন সি আন সংগীত বিশ্ববিদ্যালয়ে এবং ওখানকার ক্লাসরুমে তিনি প্রথমবারের মতো শুনেন অপেরা Bohemian। যদিও ভাষা না-বোঝার কারণে অপেরার গল্প তার বোধগম্য হয়নি, কিন্তু হে হুই অপেরা শুনে বিস্তর কান্নাকাটি করেন। তিনি প্রথমবরের মতো শুনছিলেন এত সুন্দর কণ্ঠ। তখন থেকেই তিনি অপেরার প্রেমে পড়েন এবং ক্লাসে সবচেয়ে পরিশ্রমী ছাত্রী হয়ে ওঠেন।
তবে অন্তর্মুখী হে হুই শুরুতে সবার সামনে গান গেয়ে নিজের সর্বোচ্চ ক্ষমতা দেখাতে ব্যর্থ হন। তার শিক্ষক হে হুইকে জানান, দুর্বলতা প্রকাশের ভয়ে নিজেকে উজার করে গাওয়া থেকে বিরত থাকা চলবে না। এ কথা শুনে হে হুই বুঝতে পারেন যে, নিজের ভুলক্রটি প্রকাশকে ভয় না-পেলেই তার মুক্তি হবে।
১৯৯৮ সালে শাংহাই থিয়েটার প্রতিষ্ঠিত হয় এবং ওখানে হে হুই প্রথমবারের মতো প্রধান অভিনেত্রী হিসেবে নাটক Aida-তে অভিনয় করেন। ২৬ বছর বয়সী হে হুই এ নাটক নিয়ে ব্যাপক উত্সাহী হয়ে উঠেছিলেন। তিনি প্রতিদিন নাটকের সব গান বার বার গাইতেন। তখন তার মনে হতো, সারাজীবন এই একটি নাটকে গান গাইলেই তার চলবে। আসলে হে হুই-এর পেশাদার জীবন মাত্র শুরু হয়েছিল তখন।
১৯৯৯ সালে হে হুই ইতালিতে আসেন এবং আরও বড় মঞ্চে নিজেকে তুলে ধরার সুযোগ পান। ২০০১ সালে একটি প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অর্জন করেন। বিচারক তার ভূয়সী প্রশংসা করেন। ২০০২ সালে হে হুই স্বাক্ষর করেন তার প্রথম চুক্তি। তিনি Parma অপেরা হাউসে নাটক 'টোসকা'-তে অভিনয় করেন। Parma অপেরা হাউসের দশর্ক খুব Picky। তাদের ভাব বুঝতে একদিন হে হুই দর্শক হিসেবে থিয়েটারে বসে একটি অপেরা উপভোগ করেন। তিনি আবিষ্কার করেন যে, অপেরা চলাকালে দর্শকরা গল্প করেন, শিস্ দেন এবং অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন নামে ডাকেন। হে হুই এ দেখে ভয় পেলেন। তিনি যখন মঞ্চে দাঁড়াবেন তখন দর্শকরা কী প্রতিক্রিয়া দেখায়, তা নিয়ে তিনি চিন্তিত হলেন।
কিন্তু বাস্তবে হে হুই দর্শকদের বাহবাই পেলেন। তার সহকর্মীরাও তাকে বাহবা দিল।