Web bengali.cri.cn   
চীনের চিলিন প্রদেশের নর্থইস্ট নরমাল ইউনিভার্সিটি
  2015-08-19 17:53:00  cri

চীনের উত্তরপূর্বাঞ্চলের সেনাবাহিনীর জেনারেল চাং স্যুয়ে লিয়াংয়ের ছোট ভাই চাং স্যুয়ে সি এ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজারেরও বেশি। তাদের মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজারেরও বেশি, মাস্টার্স ও ডক্টরেট পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার এবং বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৬৩৫ জন। ২৩টি একাডেমি নিয়ে গঠিত এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রধান বিষয়ের সংখ্যা ৬৮টি, মাস্টার্স পর্যায়ের প্রধান বিষয় ৩৪টি।

এ বিশ্ববিদ্যালয়ে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের কৃষি ও ওষুধ গবেষণা প্রকল্প কেন্দ্র, পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের জলাভূমি সংরক্ষণ বিষয়ক গবেষণগার ও চীনের নারী ফেডারেশনের লিঙ্গ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়।

নর্থইস্ট নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ শতাংশেরও বেশি শিক্ষার্থী প্রতি বছর স্নাতক ডিগ্রি লাভ করার পর পেইচিং বিশ্ববিদ্যালয় ও ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি ও পিএইচডিতে ভর্তি হয়ে থাকেন।

এছাড়া অনেক স্নাতক পেইচিং, শাংহাই, কুয়াংচৌ ও শেনচেন শহরের ৫০০টি বিখ্যাত কোম্পানিতে চাকরি করে থাকেন।

গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এনইএনইউ'র জীব বিজ্ঞান, শিক্ষা, ইতিহাসসহ বিভিন্ন প্রধান বিষয় চীনের শিক্ষা ব্যবস্থায় শীর্ষ স্থান অধিকার করে আসছে। গ্রাসল্যান্ড ইকোলজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এনভাইরনমেন্টাল সাইন্সসহ বিভিন্ন প্রধান বিষয় বিশ্বেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আসছে।

লেখাপড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশও শিক্ষার্থীদের ভীষণভাবে আকৃষ্ট করে।পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে সবুজ গাছ-গাছালি। আর শীতকালের তুষারাচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের মনকে ব্যাকুল করে তোলে।

এনইএনইউ আন্তর্জাতিক সহযোগিতা ও আদান-প্রদানের ওপর গুরুত্ব দেয়। এ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২৩৪টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলেছে।

২০০০ সাল থেকে ৭০২ জন বিদেশি পণ্ডিত ও বিশেষজ্ঞকে অধ্যাপনার জন্য আমন্ত্রণ জানিয়েছে এনইএনইউ। তাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইয়াং চেন নিংও রয়েছেন।

গত পাঁচ বছরে ৯০০ জনেরও বেশি শিক্ষককে বিদেশে স্কলার ও বিনিময় প্রকল্পে পাঠানো হয়েছে। তাছাড়া, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে প্রতি বছর প্রায় ২০০ চীনা শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যান, এর সঙ্গে সঙ্গে ৮০টিরও বেশি দেশের বিদেশি শিক্ষার্থী এনইএনইউতে লেখাপড়া করতে আসেন।

ক্যাম্পাসে প্রাকৃতিক জাদুঘর, স্টেডিয়াম, উত্তরপূর্ব চীনের রীতিনীতি বিষয়ক জাদুঘর ও হোস্টেলসহ বিভিন্ন ব্যবস্থা স্থাপন করা হয়।

এ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংগ্রহ করা বইয়ের সংখ্যা ৩৫ লাখেরও বেশি। এটিকে চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি হিসেবে আখ্যায়িত করা হয়।

এ পর্যন্ত এনইএনইউ দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মঙ্গোলিয়ায় কনফুসিয়াস ইন্সটিটিউট ও ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে। চীনের হানবান এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চীনা ভাষার শিক্ষকদের প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন করেছে।

১৯৫৪ সাল থেকে এ বিশ্ববিদ্যালয়ে বিদেশিদের জন্য চীনা ভাষার প্রশিক্ষণ কোর্স চালু হয়। এনইএনইউ'র শিক্ষকরা উত্তর কোরিয়া, চেক, মঙ্গোলিয়া, ফ্রান্স ও ভিয়েতনামে গিয়ে চীনা ভাষার উপর অধ্যাপনা করেন।

৫০ বছরেরও আগে থেকে বিদেশি শিক্ষার্থীরা এখানে চীনা ভাষা শিখতে শুরু করেন।

১৯৯৪ সালে চীনা ভাষা পরীক্ষা কমিটির অনুমোদনে এনইএনইউ আনুষ্ঠানিকভাবে চীনা ভাষা পরীক্ষার স্থানে পরিণত হয়। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ফ্রান্সসহ ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের শিক্ষার্থীরা এখানে চীনা ভাষা শিখতে এসেছেন।

এনইএনইউ'র বিদেশি শিক্ষার্থী একাডেমির শিক্ষকদের দক্ষতা অনেক চমত্কার। এই একাডামির ৩৮ জন শিক্ষকের মধ্যে অধ্যাপকের সংখ্যা ১৫ জন।

প্রতি বছর নিয়মিতভাবে চীনা ভাষা পরীক্ষা চালু করার পাশাপাশি চীনা ভাষার শিক্ষক প্রশিক্ষণ ও স্বল্পকালীন ভাষা প্রশিক্ষণ কোর্সও চালু হয়।

বিদেশি শিক্ষার্থীদের ভালোভাবে চীনা ভাষা জানানোর জন্য স্নাতক কোর্স, দীর্ঘকালীন কোর্স ও স্বল্পকালীন কোর্স স্থাপন করা হয়।

প্রতি বছরের বসন্তকাল ও শরত্কালে নতুন শিক্ষার্থীদের ভর্তি করা হয়। ভাষা গবেষণাগার, বিশেষ ক্লাসরুম, লাইব্রেরিসহ বিভিন্ন ব্যবস্থা কাজে লাগিয়ে চীনের সংস্কৃতি, রীতিনীতি ও শিল্পকলা তুলে ধরা হয় শিক্ষার্থীদের কাছে। বিদেশি শিক্ষার্থীদের চীনা ভাষার মান উন্নত করার উদ্দেশ্যে হস্তলিপিশিল্প, জাতীয় নৃত্য, সংগীত ও থাইচি কুংফুসহ বিভিন্ন ঐচ্ছিক কোর্স চালু করা হয়।

ছুটির দিনে শিক্ষার্থীরা চীনা পরিবার, কারখানা ও সমাজের বিভিন্ন কর্মস্থলে অনুশীলন তত্পরতার মাধ্যমে আরো ঘনিষ্ঠভাবে চীনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এর মাধ্যমে ভালোভাবে চীনা সংস্কৃতিকে জানতে সক্ষম হন।

বিদেশি শিক্ষার্থী ছাড়াও এ বিশ্ববিদ্যালয় দীর্ঘকাল ধরে বিদেশি শিক্ষকদের আমন্ত্রণ জানিয়ে আসছে। যাদের বয়স ৫৯ বছরের কম এবং ২ বছরের বেশি সময় শিক্ষাদানের অভিজ্ঞতা আছে, তারা এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের কাছে সংশ্লিষ্ট আবেদনপত্র জমা দিতে পারেন।

এনইএনইউ'র কয়েকটি প্রধান বিষয় চীনে শীর্ষ স্থান অধিকার করে আসছে। যেমন বিশ্ব ইতিহাস, সেল বায়োলজি, ইকোলজি ইত্যাদি ইত্যাদি। এ তিনটি প্রধান বিষয় গত শতাব্দীর ৫০'র দশক থেকে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সহায়ক প্রকল্প হিসেবে আখ্যায়িত হয়ে আসছে।

বিংশ শতাব্দীর ৫০'র দশকে অধ্যাপক চু থিং ছেং'র নেতৃত্বে এনইএনইউতে সর্বপ্রথম উত্তরপূর্ব চীনের তৃণভূমির গবেষণা প্রকল্প শুরু হয়। এই প্রকল্পে তৃণভূমির প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমির প্রাকৃতিক পরিবেশ নিয়ে গবেষণা করা হয়। এসব গবেষণার মাধ্যমে জলাভূমিতে উদ্ভিদের ধারণা এবং নদী ও জলাভূমির পুনরুদ্ধার সম্পর্ক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। তার মাধ্যমে জলাভূমির পুনরুদ্ধার পদ্ধতিও খুঁজে বের করা হয়।

চীনের আঞ্চলিক ও গুরুতর প্রাকৃতিক সমস্যার সম্মুখীন ও মোকাবিলায় এসব গবেষণার মাধ্যমে লবণাক্ত তৃণভূমির পুনরুদ্ধার প্রযুক্তি আবিষ্কার করা হয়, যাতে উত্তরপূর্ব চীনের তৃণভূমির লবণাক্ততা সমস্যা সমাধান করা হয়।

বন্ধুরা, এতক্ষণ আপনারা এনইএনইউ'র সংক্ষিপ্ত তথ্য শুনলেন। এখন এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি সুন্দর গান শোনাবো। গানের নাম 'দূর থেকে তোমাকে দেখতে পাই'। এনইএনইউ'র স্নাতকরা এ গানটি রচনা করেন এবং কণ্ঠ দেন। গানের কথা বাংলায় অনুবাদ করলে প্রায় এমন হয়, এ গ্রীষ্মকালে সময় হঠাত্ ধীর হয়ে যায়, নৌকা তীরে পৌঁছায়, তবে আমাদের গল্প শেষ হয় না। চিং হ্রদের ফুল ফুটানো মুহূর্ত স্মরণ করি। আমার সহপাঠীকে বলি, স্বপ্ন খুঁজে পাওয়ার পথে আবার দেখা হবে। আমার শিক্ষককে বলি, আপনার পরিশ্রম চিরদিন মনে রাখবো। আমাদের ভালোবাসা সবচেয়ে সুন্দর কথায় পরিণত হয়। আমাদের বিশ্ববিদ্যালয় যেন মায়ের সুন্দর হাসিমাখা মুখ। আমাদের যৌবনকে বিদায় করে দূর দুরান্তে যাবো। খোদা হাফেস, দূর থেকে তোমাকে দেখতে পাই। বিদায় নিলেও মনে ঘনিষ্ঠভাবে বিরাজমান থাকবে তুমি.......

(রে ১)

আচ্ছা, বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। আগামী সপ্তাহের অনুষ্ঠানে আমরা এনইএনইউ'র বাংলাদেশি শিক্ষার্থী মারুফ হাসানের সাক্ষাতকার শোনাবো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে মিস করলে আমাদের বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn

এবার তাহলে বিদায়। আগামী সপ্তাহের একই সময় একই দিনে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। চাইচিয়ান।(সুবর্ণা/টুটুল)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040