Web bengali.cri.cn   
চীনের চিলিন প্রদেশের নর্থইস্ট নরমাল ইউনিভার্সিটি
  2015-08-19 17:53:00  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন? সুদূর পেইচিং থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত শিক্ষাবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান 'বিদ্যাবার্তা'। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন শিক্ষা সম্পর্কিত খবর। এর পর শুনবেন চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরের নর্থইস্ট নরমাল বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য।

আর এ অনুষ্ঠান পরিবেশন করছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।

চীনের হুয়াওয়ে কোম্পানির পাকিস্তানের শাখা অফিস সম্প্রতি সেদেশে 'ভবিষ্যতের বীজ' নামের একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের আওতায় পাকিস্তানের ১১জন শিক্ষার্থী ১৪ দিনের জন্য চীন সফর করবেন এবং সেখানে তারা স্বল্প সময়ের কিছু কোর্সে অংশ নেবেন।

হুয়াওয়ে কোম্পানির 'ভবিষ্যতের বীজ' প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। স্থানীয় অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তি খাতের আদান-প্রদান জোরদার করা এবং টেলি যোগাযোগের প্রতি জনগণের জ্ঞান গভীরতর করার উদ্দেশ্যে এ প্রকল্প চালু করা হয়।

২০০৮ সালে প্রথম থাইল্যান্ডে এ প্রকল্প চালু করে হুয়াওয়ে কোম্পানি। সে সময় থেকে এ পর্যন্ত বিশ্বের ৪০টিরও বেশি দেশের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চলতি বছর 'ভবিষ্যত বীজ' প্রকল্পটি প্রথমবারের মতো পাকিস্তানে চালু হয়। দেশটির বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় পরীক্ষার মাধ্যমে এ ১১ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়।

পরিকল্পনা অনুসারে চীন সফরে তারা প্রথমে পেইচিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহ চীনা ভাষার প্রশিক্ষণ নেবেন। তারপর শেনচেন শহরে হুয়াওয়ে কোম্পানির সদরদপ্তরে বিশেষজ্ঞদের প্রশিক্ষণে যোগ দেবেন, যাতে উন্নত তথ্য প্রযুক্তির জ্ঞানের সাথে তারা পরিচিত হতে পারেন এবং নিজস্বভাবে বিভিন্ন গবেষণাগারে পরীক্ষায় অংশ নিতে পারেন। এই সফরে তারা চীনের বিখ্যাত দর্শনীয় স্থান মহাপ্রাচীর পরিদর্শন করবেন।

পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তাহির মুশতাক বলেছেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর একটি প্রভাবশালী ও ব্যাপক কল্যাণকর পরিকল্পনা। হুয়াওয়ে কোম্পানি পাকিস্তানে তথ্য প্রযুক্তি খাতের উন্নত প্রতিষ্ঠান হিসেবে পাকিস্তানের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করে। চলতি বছর চীন ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বর্ষ। এ উপলক্ষ্যে 'ভবিষ্যত বীজ' প্রকল্পটি দু'দেশের জনগণের মৈত্রী আরো গভীরতর করবে। তাছাড়া, এই প্রকল্পটির বিশেষ তাত্পর্যও রয়েছে।

হুয়াওয়ে কোম্পানির পাকিস্তান শাখা অফিসের ভাইস সিইও আহমেদ বিলাল মাসুদ বলেছেন, ১৯৯৮ সালে পাকিস্তানে এ শাখা অফিস স্থাপিত হয়। এর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দু'দেশের মৈত্রী আরো সুসংবদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে চীন-পাক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি স্থাপন করার জন্য নিরলস প্রচেষ্টা চালাবে এ কোম্পানি।

চীনের দুই তীরের চারটি শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনী ক্যাম্প সম্প্রতি কুয়াংচৌ শহরে শুরু হয়েছে। চীনের হংকং, ম্যাকাও, তাইওয়ান ও কুয়াংচৌসহ চারটি শহরের ৩০ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেন।

কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয় ও হংকং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক মনে করেন, এ অনুষ্ঠান শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সামর্থ্যের প্রশিক্ষণের জন্য সহায়ক হবে। সেই সঙ্গে এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘকালীন কার্যকর সহযোগিতামূলক ব্যবস্থাপনা গড়ে তোলার জন্যও সহায়ক হবে।

জানা গেছে, এবারের এ ক্যাম্পে মোট আট দিন গবেষণা করবেন শিক্ষার্থীরা এবং একদিন এর ফলাফল উপস্থাপন করবেন।

চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ও পুঁজি বিনিয়োগ কোম্পানির বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের কাছে গবেষণা প্রকল্পের প্রযুক্তিগত পর্যালোচনা ও বাজার বিশ্লেষণ করবেন। তার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবন, ব্যবসা পরিকল্পনা, মার্কেটিংসহ বিভিন্ন দিক থেকে নিজের প্রকল্প ব্যাখ্যা করবেন।

আচ্ছা, বন্ধুরা, এতক্ষণ আপনারা শিক্ষা সম্পর্কিত খবর শুনলেন।এখন শুনবেন চীনের নর্থইস্ট নরমাল বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য।

নর্থইস্ট নরমাল বিশ্ববিদ্যালয় (এনইএনইউ) চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে অবস্থিত। এর পুরনো নাম ছিলো নর্থইস্ট বিশ্ববিদ্যালয় বা তুংপেই বিশ্ববিদ্যালয়। ১৯৪৬ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় নর্থইস্ট নর্মাল বিশ্ববিদ্যালয়।

 


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040