Web bengali.cri.cn   
চিকিত্সা বিষয়ক চীনের বিখ্যাত প্রতিষ্ঠান 'ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়'
  2015-07-22 12:04:59  cri






 







সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন? পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'।আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।


তো বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন শিক্ষা সম্পর্কিত খবর।

সম্প্রতি চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা ইন্সটিটিউটে 'চীন-ভারত সভ্যতার বিনিময়' শীর্ষক এক সেমিনার আয়োজিত হয়। সেমিনারে পেইচিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, তুংনান বিশ্ববিদ্যালয়, সি'আন বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয় ও থিয়ানচিন নর্মাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষক ও বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চীনা বন্ধু মি. থান ইউয়ুন শানের ছেলে অধ্যাপক থান চোং এ সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারে অধ্যাপক থান চোং বলেন, পেইচিং বিশ্ববিদ্যালয়ের মি. জি সিয়ানলিন তার 'চীন-ভারত সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস' বইয়ে উল্লেখ করেন, 'চীন ও ভারত এশিয়ার সভ্যতার দেশ এবং প্রতিবেশী। মানবজাতির ইতিহাসে মোট চারটি পুরনো সভ্যতা সৃষ্টি হয়, চীন ও ভারত এর মধ্যে দু'টি, তা একটি চমত্কার বাস্তবতা'।

২০১৩ সালে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ভারত সফর করেন এবং এসময় তিনি 'হিমালয় পর্বত অতিক্রম করে করমর্দন' নামক প্রবন্ধ প্রকাশ করেন। এতে তিনি এশিয়ার দু'টি প্রতিবেশী দেশ হিসেবে চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অতি ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেন।

এ সম্পর্কে মি. থান চোং বলেন, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের প্রবন্ধ থেকে বোঝা যায়, চীন ও ভারত দু'টি প্রতিবেশী দেশ ও বিশ্ব সভ্যতার প্রতীক হিসেবে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভীষণ গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, চীন ও ভারতের সভ্যতা দীর্ঘকাল ধরে সহাবস্থান করে চলেছে। দুটি সভ্যতা বৌদ্ধ ধর্মকে বিশ্বের মহান ধর্মের অন্যতম হিসেবে আখ্যায়িত করে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 'জাতি নিয়ে গঠিত দেশ' ও 'সভ্যতা নিয়ে গঠিত দেশের' পার্থক্য নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি মনে করেন, জাতি নিয়ে গঠিত দেশ নিজ দেশের সার্বভৌমত্ব ও প্রভাবশালী শক্তি সম্প্রসারণ করে এবং প্রতিবেশী দেশকে প্রতিযোগিতামূলক শত্রু হিসেবে মনে করে। সভ্যতা নিয়ে গঠিত দেশ স্নেহ ও ভালোবাসার ওপর গুরুত্ব দেয়। নিজের উন্নয়নে বেশি মনোযোগ দেয় এবং প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে সহাবস্থান করে। চীন ও ভারত এ রকম অবস্থায় রয়েছে। এ নতুন যুগে চীন ও ভারত অভিন্ন কমিউনিটিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আগামী আগস্ট মাসে মি. থান চোং'র নতুন বই 'প্রবাসী চীনা ও চীনের স্বপ্ন' প্রকাশিত হবে। চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময় খাতের বিখ্যাত বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক থান ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে চীনা ভাষা নিয়ে কাজ করেন। ২০১০ সালে ভারত সরকার তাকে দেশটির সর্বোচ্চ পুরস্কার 'পদ্ম' পুরস্কারে ভূষিত করে। বিজ্ঞান, শিল্পকলা ও পেশাগত গবেষণায় চমত্কার সাফল্য অর্জনকারীদের এ পদক প্রদান করে ভারত সরকার।

আচ্ছা,বন্ধুরা, এতক্ষণ আপনারা শিক্ষা সম্পর্কিত খবর শুনলেন। এখন শুনবেন চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিছু পরিচয় ও তথ্য।


রাজধানী পেইচিংয়ে অবস্থিত চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। চীনের বিখ্যাত ইউরোলজিস্ট, চীনের বিজ্ঞান একাডেমি এবং চীনের ইঞ্জিনিয়ারিং একাডেমির সদস্য অধ্যাপক উ চিয়ে পিং এ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে অধ্যাপক লুই জাওফেং এ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত সিএমইউ'র শিক্ষার্থীর সংখ্যা ১০৬০৪ জন, তাদের মধ্যে মাস্টার্সের শিক্ষার্থী ৩১০০ জনেরও বেশি, বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ৪৭৬ জন এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা ৩৩৬৮ জন।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040