Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/৬/২৯
  2015-06-29 18:24:20  cri

১. গত বছর চীনে বিশ্বের যে-কোনো দেশের চেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে। এসময় দেশটিতে এফডিআই এসেছে মোট ১২,৯০০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৩.৭ শতাংশ বেশি। আর বিনিয়োগের ৫৫ শতাংশই এসেছে সেবা খাতে। তবে, উত্পাদন খাতে এ বছর এফডিআই কমেছে। গত বুধবার প্রকাশিত জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এর 'বিশ্ব বিনিয়োগ রিপোর্ট-২০১৫'-এ এ তথ্য তুলে ধরা হয়।

রিপোর্টে বলা হয়েছে, গত বছর চীনে দক্ষিণ কোরিয়ার এফডিআই ৩০ শতাংশ এবং ইইউ'র এফডিআই সামান্য বাড়লেও, জাপান ও যুক্তরাষ্ট্র থেকে এফডিআই এসেছে যথাক্রমে ৩৯ ও ২১ শতাংশ কম।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ২০১৪ সালে বিশ্বে মোট এফডিআই ছিল ১.২৩ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ০.২৪ ট্রিলিয়ন কম। এর মধ্যে উন্নত দেশগুলোতে মোট এফডিআই আসে ৪৯,৯০০ কোটি ডলার। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলো এ বছর মোট এফডিআই আকর্ষণ করে ৬৮,১০০ কোটি ডলার।

২. চীনের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আইসিবিসি জার্মানির বার্লিনে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে একটি নতুন শাখা খুলেছে। এর মাধ্যমে ব্যাংকটি দেশটিতে তাদের ব্যবসা সম্প্রসারণ করল।

আইসিবিসি এ নিয়ে জার্মানিতে ৫টি শাখা খুলল। আগের চারটি শাখা ফ্রাঙ্কফুর্ট, ডুয়েসেলড্রফ, মিউনিখ ও হামবুর্গে অবস্থিত। ৫টি শাখার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলার।

উল্লেখ্য, জার্মানিতে বর্তমানে দুই সহস্রাধিক চীনা কোম্পানি ব্যবসা করছে। ২০১৪ সালেই চীন জার্মানিতে ১৯০টি সরাসরি বিনিয়োগ প্রকল্পে অর্থ বিনিয়োগ করে।

৩.বাংলাদেশে বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা ক্রমেই বাড়ছে। দেশের ব্যাংকখাতের পরিবর্তে অনেক উদ্যোক্তাই এখন বিদেশ থেকে ঋণ গ্রহণে বেশি আগ্রহ দেখাচ্ছেন। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বিদেশ থেকে ১৮৩কোটি ৫২ লাখ মার্কিন ডলারের বেশি ঋণ করেছেন এ দেশের বেসরকারি খাতেরব্যবসায়ীরা। ১২৬টি প্রকল্প প্রস্তাবের বিপরীতে এ ঋণ নেওয়া হয়েছে।

গতবুধবার বিনিয়োগ বোর্ডের সম্মেলনকক্ষে জাতিসংঘেরবাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এর 'বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৫' প্রকাশকালে এ তথ্য দেওয়া হয়।

বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৭৫৯ কোটি৩৭ লাখ মার্কিন ডলারের বেশি বিদেশি ঋণ নিয়েছেন এ দেশের উদ্যোক্তারা। মোট ৪৩২টি প্রকল্পের বিপরীতে এ ঋণ নেওয়া হয়েছে। ২০১০ সালের পর থেকে এ ধরনের ঋণ গ্রহণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৪ সালে পুরো বছরে যেখানে ১৮৩কোটি ৫২ লাখ মার্কিন ডলারের ঋণ এসেছে, সেখানে চলতি বছরের প্রথম ছয় মাসে এঋণ ছাড়িয়ে গেছে প্রায় ১৪২ কোটি মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে ঋণ গ্রহণের একমাত্র কারণ দেশীয় ঋণের উচ্চ সুদ। বাংলাদেশ ব্যাংকও এ ধরনের ঋণ গ্রহণের অনুমতি দিচ্ছে। এ ধরনের ঋণের এখন পর্যন্ত কোনো খারাপ দিক নেই। তবে বিদেশথেকে ঋণ এনে তা ব্যবসায়ীরা কোন খাতে ব্যবহার করছেন, সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের জোরালো নজরদারি থাকা উচিত।

৪.থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের ৬,৯৯৮টি পণ্য শুল্কমুক্ত সুবিধাপাবে। গত বৃহস্পতিবার ঢাকায় প্রথমবার আয়োজিত বাংলাদেশ-থাইল্যান্ড ফরেনঅফিস কনসালটেশন(এফওসি) শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব নরাসিত সিনহাসেনা।

তিনি আরও জানান, থাইল্যান্ড সরকার সে দেশে ১৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। উন্নত জীবন এবং কর্মসংস্থান নিশ্চিত হলে মানবপাচার কমে আসবে বলেও মন্তব্য করেন থাই পররাষ্ট্রসচিব।

নরাসিত সিন হাসেনা বলেন, প্রতি দুই বছর পর শুল্কমুক্ত পণ্যের তালিকা পর্যালোচনা করা হবে।পর্যায়ক্রমে বাংলাদেশের কৃষিদ্রব্য, ওষুধ ও তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। তিনি বলেন, ইকোনমিক করিডোর বিসিএমআইর বাইরে আসিয়ানের সঙ্গে যুক্ত হতেও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এ আগ্রহকে স্বাগত জানায় থাইল্যান্ড।

মানবপাচার সম্পর্কে তিনি জানান, আগামী ২ জুলাই আসিয়ানের মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে মানবপাচার বন্ধে দীর্ঘস্থায়ী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি সুপারিশমালা তৈরি করা হবে।

সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, এই এফওসি বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হ'ল। দু'দেশের মধ্যে পর্যটন যেমন বাড়বে, তেমনি স্বাস্থ্য এবং জ্বালানি খাতেও থাই বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

৫.বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মত ২৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, সংরক্ষিত রিজার্ভের পরিমাণ গত বৃহস্পতিবার দিন শেষেদাঁড়ায় ২৫০২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ।

আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে জ্বালানি তেলের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ছে। আবার দেশের বিনিয়োগ পরিস্থিতিও সন্তোষজনক নয়। এসব কারণেই রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার মজুত বাড়ছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সাড়ে ১৪ মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ২৫শতাংশ। গত বছরের ১০ এপ্রিল প্রথমবারের মতো রিজার্ভ দুই হাজার কোটি ডলার ছাড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, রিজার্ভ স্থিতি বিবেচনায়সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত প্রথম, বাংলাদেশ দ্বিতীয় আর পাকিস্তান তৃতীয় স্থানে রয়েছে। এখন ভারতের রিজার্ভ ৩৫,৪৩৯ ডলার, আর পাকিস্তানের রিজার্ভ ১,৭২৯ কোটি ডলার।

৬.তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় সংসদে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের দূরদর্শী চিন্তাভাবনার কারণে টেলি কমিউনিকেশন খাতে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এছাড়া, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে একনম্বর আউটসোর্সিং দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

৭. বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী জামদানি ও তাঁত বস্ত্রমেলা। গতবৃহস্পতিবার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে শুরু হওয়া এআন্তর্জাতিক মেলাটি চলবে পুরো জুলাই মাসজুড়ে। মেলায় অংশ নিচ্ছে ৫০টিপ্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী বলেন, জামদানি শিল্প দেশের সুপ্রাচীনঐতিহ্য। অতীতের অনেক ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস হলেও এ শিল্প টিকে আছে। সরকারএ শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে।

৮. আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ৪৪০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে নেপাল। এ অর্থ ভূমিকম্প-বিধ্বস্ত দেশটির পুনর্গঠন কাজে ব্যয় হবে। গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ প্রতিশ্রুতি পাওয়া যায়।

প্রতিশ্রুত অর্থের মধ্যে ২২০ কোটি অনুদান এবং বাকিটা হবে সহজ শর্তে ঋণ। নেপালের অর্থমন্ত্রী ডক্টর রাম শরন মাহাত সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, প্রত্যাশার চেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, চীন প্রায় ৫০ কোটি ডলার, ভারত ১০০ কোটি ডলার, এডিবি ৬০ কোটি ডলার, বিশ্ব ব্যাংক ৫০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র ১৩ কোটি ডলার ও ইইউ ১১ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

নেপাল সরকারের আমন্ত্রণে অর্ধ-শতাধিক দেশ ও সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

৯. পাকিস্তানের বৈদেশিক মুদ্রার মজুত গত বৃহস্পতিবার ১৮২০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়। স্টেট ব্যাংক অব পাকিস্তান এ তথ্য জানায়। সম্প্রতি বিশ্ব ব্যাংকের কাছ থেকে ৭০ কোটি ডলার ঋণ নেওয়ার পর দেশটির রিজার্ভ গত চার বছরে সর্বোচ্চ পরিমাণে পৌঁছায়। ২০১০-১১ সালে দেশটির রির্জার্ভ ছিল ১৮২৪ কোটি ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ।

১০.আবারও বিশ্ব অর্থনীতি মহামন্দার কবলে পড়তে পারে। সেক্ষেত্রে মন্দা পরিস্থিতি গেল শতাব্দের ৩০-এর দশকের মত মারাত্মক আকার ধারণ করতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন সম্প্রতি এমন আশঙ্কার কথা বলেছেন।

তিনি বলেন, এই মন্দা শুধু শিল্পোন্নত দুনিয়া বাসম্ভাবনাময় রাষ্ট্রগুলিকে প্রভাবিত করবে, এমন নয়। সার্বিকভাবে মন্দার কবলে পড়তে পারে গোটা বিশ্ব। তাই আগেভাগেই তার সমাধানসূত্রও বের করে রাখতে হবে।

উল্লেখ্য, ২০০৮ সালের আর্থিক মন্দার পূর্বাভাস যে গুটিকয়েক অর্থনীতিবিদ দিয়েছিলেন, রাজন তাঁদের অন্যতম। ২০০৫ সালে আইএমএফে দায়িত্ব পালনকালে একটি গবেষণা পত্রে তিনি ওই মন্দার আভাস দেন।

তার মতে, দুনিয়াজুড়ে সব শীর্ষ ব্যাঙ্ককে সম্ভাব্য সঙ্কট এড়াতে এক সঙ্গে আলোচনা করে একমত হয়ে পথ বের করতে হবে। তার ভিত্তিতেই স্থির করতেহবে নতুন নীতি। বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্ক নিজেদের বাঁচাতে আর্থিক ত্রাণপ্রকল্প নিয়ে একে অপরের সঙ্গে যে-লড়াইয়ে নেমেছে, তার কুফল নিয়ে ইতোমধ্যেই সাবধানবাণী উচ্চারণ করেছেন তিনি। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040