Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৫/১৭
  2015-05-18 16:14:09  cri

১. চলতি বছরের প্রথম চার মাসে বিদেশের বাজারে চীনের মূল ভূখণ্ডের মোট ওডিআই (আউটবাউন্ড ডিরেক্ট ইনভেস্টমেন্ট) ছিল ২১৪০০ কোটি ইউয়ান বা ৩৫০০ কোটি মার্কিন ডলার, যা গতবছরের একই সময়ের ওডিআই-এর তুলনায় ৩৬ শতাংশ বেশি। ১৪৬টি দেশ ও অঞ্চলের মোট ২৮৮৪টি চীনা কোম্পানিতে এ পুঁজি বিনিয়োগ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতি অনুসারে, এসময় চীনের মূল ভূখণ্ডের মোট ওডিআই-এর ৭৮ শতাংশই হয়েছে হংকং, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানে। এর মধ্যে ইইউতে চীনের মূল ভূখণ্ডের ওডিআই বেড়েছে ৪৮৭ শতাংশ। আর 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশগুলোতে চীনের মূল ভুখণ্ডের মোট ওডিআই ছিল ৩৭২ কোটি মার্কিন ডলার।

এদিকে, চলতি বছরের প্রথম চার মাসে চীনের মূল ভূখণ্ডে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হয়েছে ২৭৩৬১ কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.১ শতাংশ বেশি।

২.বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন ১৩১৪ মার্কিন ডলার বা এক লাখ ২৪ হাজার ৯২ টাকা।গত অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় ছিল ১১৯০ ডলার। অর্থাত গত এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১২৪ মার্কিন ডলার।

গত বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রকৃত মূল্যের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতির অবস্থান ৫৮তম। অপরদিকে ক্রয়ক্ষমতার ভিত্তিতে দেশের বার্ষিক মাথাপিছু আয় ৩০১৯ মার্কিন ডলার। এ অবস্থায় বাংলাদেশ বর্তমানে নিম্নমধ্যম আয়ের দেশগুলোর তালিকায় রয়েছে। অর্থনীতিতে ভালো প্রবৃদ্ধি অর্জিত হওয়ার কারণেই মূলত বার্ষিক মাথাপিছু আয় ব্যাপকভাবে বেড়েছে বলে তিনি দাবি করেন।

২০০৪-০৫-কে ভিত্তিবছর ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাময়িকভাবে এ হিসাবকরেছে। ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১০৫৪ ডলার। সম্প্রতি ভিত্তিবছর পরিবর্তন করায় মাথাপিছু আয় হাজার ডলার ছাড়িয়ে যায়। মাথাপিছুআয়ের হিসাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাঠানো অর্থও যোগ হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব অনুযায়ী, বিশ্বে লুক্সেমবুর্গের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। দেশটির বার্ষিক মাথাপিছু আয় এক লাখ ১০ হাজার ৪২৩ডলার। এদিকে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার মাথাপিছু আয় সবচেয়ে বেশি, ৩১৬১ ডলার। আর ভারত ও পাকিস্তানের মাথাপিছু আয় যথাক্রমে ১৫০৪ ও ১৩০৭ মার্কিন ডলার।

৩.বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ফুলের উত্পাদন বৃদ্ধি এবং রপ্তানির জন্য দেশের ফুলচাষী ও ফুল ব্যবসায়ীদের সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।ফুল বিদেশেরপ্তানির ক্ষেত্রে সরকার প্রয়োজনে নগদ আর্থিক সহায়তা দেবে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। এখন দেশের ২০টি জেলায় বিপুল পরিমাণ বিভিন্ন জাতের ফুল উৎপাদিত হচ্ছে। এখানে প্রায় ২০ লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। দেশের অভ্যন্তরে এখন প্রচুল ফুলের চাহিদাও রয়েছে।

এসময় ফুলচাষীরা ফুল চাষের জন্য মূলধন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবস্থাপন, ফুলের বীজ ও চারা সরবরাহ, ফুল অভ্যন্তরীণ বাজারে সরবাহের জন্য পাইকারী বাজারের অবকাঠামো নির্মাণ, স্থান নির্ধারণ, ফুল সংরক্ষণ এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী সমস্যাগুলো আন্তরিকতার সাথে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040