Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৫/১৭
  2015-05-18 16:14:09  cri

৪.আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র আবাসিক প্রধান শ্রীনিবাস রেড্ডি বলেছেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের ৭৫ শতাংশ পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতি হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে 'বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জ : বাংলাদেশ ব্যাংকের ভূমিকা' শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক এবং আইএলও-র যৌথ-সেমিনারে রেড্ডি বলেন, এ দেশের পোশাকশিল্পে বিপুলসংখ্যক নারীশ্রমিক কাজ করছেন, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তবে কর্মদক্ষতার অভাব এদের জীবনমান উন্নয়নে বড় বাঁধা। পোশাক শ্রমিকসহ বাংলাদেশের তরুণদের কর্মদক্ষতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

৫.ভারত থেকে আরো ১১০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করবে বাংলাদেশ। এর মধ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০০ মেগাওয়াট এবং ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করা হবে। গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বিদ্যুত্ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুত্ সচিব পি. কে সিনহা।

বৈঠকসূত্র জানায়, দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বিদ্যুত্ করিডোর দিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত। এর ফলে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুত্ আমদানি সহজ হবে বলে মনে করা হচ্ছে।বৈঠক শেষে ভারতের বিদ্যুত্ সচিবও এ ধরনের ইঙ্গিত দেন। তিনি সাংবাদিকদের বলেন, নেপাল ওভুটানের বিদ্যুত্ আমদানিতে বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আমরাচিন্তা করছি। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সভায় রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কর্তৃক বাস্তবায়নাধীন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল প্রকল্পের কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এছাড়া, সভায় নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুত্ আমদানি ও ভারতের বিভিন্ন কোম্পানি কর্তৃক বাংলাদেশের বিদ্যুত্ খাতে বিনিয়োগের আগ্রহের বিষয়ে আলোচনা করা হয়।

৬. বাংলাদেশে রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হারে বাড়ছে। ফলে বাণিজ্য ঘাটতি বাড়ছেআগের চেয়ে বেশি মাত্রায়। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) পণ্যবাণিজ্যে যে পরিমাণ ঘাটতি হয়েছে, তা গত অর্থবছরের পুরো সময় অর্থাত্ ১২ মাসেরচেয়ে বেশি। সেবাবাণিজ্যেও একই পরিস্থিতির কারণে চলতি হিসেবের ভারসাম্যে বড় অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে। লেনদেন ভারসাম্যের ওপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্টে এমন চিত্রই তুলে ধরা হয়েছে।

তিন বছর পর চলতি হিসাবে প্রথম ঘাটতি তৈরি হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে ঘাটতি রয়ে-ই গেছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে বাণিজ্যঘাটতি হয়েছে ৭১৪ কোটি ৮০ লাখডলার। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৪৫৫ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের আলোচ্য সময়ে রফতানি আয় এসেছে ২ হাজার ২৬১ কোটি ২০ লাখ ডলার। রফতানি বেড়েছে মাত্র ২.৯৬শতাংশ। অন্যদিকে আমদানি বাবদ পরিশোধ করতে হয়েছে ২ হাজার ৯৭৬ কোটি ডলার। আমদানি বেড়েছে ১২.২১শতাংশ।

এ ছাড়া, সেবাখাতের লেনদেনে ঘাটতি দাঁড়িয়েছে ৩৫৮কোটি ৬০ লাখ ডলারে। প্রবাসীদের পাঠানো অর্থপ্রবাহে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধিরয়েছে। এর পরেও, চলতি হিসাবে ১১৪ কোটি ৯০ লাখ ডলারের ঘাটতি রয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ হিসাবে ১৬৯ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। তবে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ২৮৮ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত রয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের আলোচ্য সময়ে নিটবিদেশি বিনিয়োগ (এফডিআই) কিছুটা বেড়েছে। এ সময়ে এফডিআই এসেছে ১১৩ কোটিডলার। গত অর্থবছরের একই সময়ে এফডিআই ছিল ১০৭ কোটি ডলার। এফডিআইর পাশাপাশিশেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ (পোর্টফলিও ইনভেস্টমেন্ট) বেড়েছে। আলোচ্য সময়েনিট পোর্টফলিও বিনিয়োগ এসেছে ৫৮ কোটি ৫০ লাখডলার। গত অর্থবছরের একই সময়েছিল ১০৭ কোটি ৫০ লাখ ডলার ।

৭. আমেরিকার হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের সাথে একটি অর্থনৈতিক চুক্তি সই করেছে ভারত। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের চা'বাহর বন্দর উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এ চুক্তি সই করেছে দু'দেশ।

গত বুধবার তেহরানে ভারতের সড়ক যোগাযোগমন্ত্রী নিতিন গড়করি ও ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আহমাদ আখুন্দি দীর্ঘ আলোচনার পর এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেন।

এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সমঝোতা স্মারক সই করার মাধ্যমে ইরান ও ভারতের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি সই করার পথ সুগম হলো। পূর্ণাঙ্গচুক্তি সই হলে চা'বাহার বন্দরের একাংশ বহুমুখী কাজে ব্যবহার করতে পারবেভারত।

এর আগে মার্কিন সরকার ভারতসহ আরো কিছু দেশকে এই বলে সতর্ক করে দিয়েছিল যে, ইরানের সাথে পূর্ণাঙ্গ পরমাণু চুক্তিসই হওয়ার আগে কেউ যেন তেহরানের সাথে কোনো বাণিজ্য চুক্তি সই না-করে।

৮.পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ অভিযোগ করেছেন, দেশের ভেতরের এবং বাইরের অনেক শক্তিই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের বাস্তবায়ন চায় না। এসব শক্তি পাকিস্তানের অগ্রগতি ও উন্নয়ন চায় না বলেও তিনি মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ৪৫০০ কোটি ডলারের সিপিইসি প্রকল্প দেশের শত্রুদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি অশুভ শক্তির অশুভ ইচ্ছার কবল থেকে পাকিস্তানকে বাঁচাতে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

৯.ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রধান মারিও দ্রাঘি বলেছেন, ইউরোপে মুদ্রাস্ফীতি সহনযোগ্য মাত্রায় নেমে আসা এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসা পর্যন্ত, ইসিবি ঋণপত্র বা বন্ড কেনার চলমান কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি গতবৃহস্পতিবারওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এ ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১.১ ট্রিলিয়ন ইউরোর এ কার্যক্রম ইতোমধ্যেই সুফল বয়ে এনেছে। তবে, এ ব্যাপারে চূড়ান্ত কথা বলার আগে আরও পর্যবেক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, প্রায় সাত বছরের অর্থনৈতিক মন্দার পর এখন আর কেউ আর্থিক ঝুঁকি নিতে তেমন আগ্রহ দেখাচ্ছে না।

উল্লেখ্য, ইসিবি গত ৯ মার্চ থেকে প্রতি মাসে ৬০০ কোটি ইউরোর সরকারি ও কর্পোরেট ঋণপত্র বা বন্ড কিনছে। এতে ইউরোভুক্ত দেশগুলোতে তরল অর্থের প্রবাহ বেড়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

(তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, কলম্বো পেইজ, সিনহুয়া, টাইমস্‌অব ইন্ডিয়া, ইত্যাদি)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040