Web bengali.cri.cn   
'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল আন্তর্জাতিক ফোরাম' সমাপ্ত; ই উ ঘোষণা প্রকাশ
  2015-06-19 18:31:58  cri

জুন ১৯: আজ (শুক্রবার) চীনের চেংচিয়াং প্রদেশের ই উ'তে শেষ হয়েছে দু'দিনব্যাপী 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল আন্তর্জাতিক ফোরাম-২০১৫'। ফোরামে ৪২টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফোরামের প্রতিপাদ্য ছিল: 'সুস্থ বাণিজ্য ও যৌথ সমৃদ্ধি'। আলোচনা শেষে 'ই উ ঘোষণা' প্রকাশিত হয়।

'ই উ ঘোষণা'-য় বলা হয়েছে, ফোরামে অংশগ্রহণকারীরা বিশ্বায়নের নতুন পরিস্থিতিতে 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশ ও অঞ্চলগুলোর উন্নয়নে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্যিক কাঠামো সুবিন্যস্ত করার উপর গুরুত্বারোপ করেছেন।

ঘোষণায় কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরা হয়েছে। প্রস্তাবগুলো হচ্ছে: সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে নীতিগত সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে হবে; দৃঢ়ভাবে সকল বাণিজ্যিক বাধা দূর করতে হবে; যৌথভাবে টেকসই বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করতে হবে; বাণিজ্যের কেন্দ্র হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন শহরের মধ্যে সার্বিক সহযোগিতা ও বিনিময় জোরদার করতে হবে; 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশগুলোর মধ্যে দক্ষ জনশক্তি বিনিময় বাড়াতে হবে; বেসরকারি বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে অভিন্ন কল্যাণ সৃষ্টিকে সমর্থন দিতে হবে।

এ ছাড়া, ঘোষণায় আরও বলা হয়েছে যে, রেশমপথ অর্থনৈতিক অঞ্চল আন্তর্জাতিক ফোরাম প্রতি বছর ই উ-তে আয়োজন করা হবে। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040