এবারের দিবসের ৫টি পর্ব হলো, 'আন্তর্জাতিক নাটক', 'তরুণ-তরুণী পারফর্মেন্স', 'উ চেন'র কথা', 'নগরের গল্প'এবং 'নাটক ক্লাস'। 'তরুণ-তরুণীদের পারফর্মেন্স' পর্বে, একটি রিং, একটি বাতি এবং একটি চুম্বন (kiss) এ তিনটি কি ওয়ার্ড (key word) অনুসরণে তরুণ-তরুণী অভিনেতা-অভিনেত্রীরা ৩০ মিনিটের পারফর্মেন্স করবে। তৃতীয় উ চেন নাটক দিবস শুরুর আগে বিশ্বের বিভিন্ন দেশের নাটক অভিনেতা-অভিনেত্রীদের নাটক সংগ্রহ করা হবে। নাটক দিবসের শিল্প পরিচালক, চীনের বিখ্যাত নাট্যকার মেং চিং হুই বলেছেন, তরুণ-তরুণী নাটক অভিনেতা-অভিনেত্রীদের উত্সাহ দেওয়ার জন্য চলতি বছর আরো বেশি পুরস্কার প্রস্তুত রয়েছে। পুরস্কারপ্রাপ্তরা আগামী বছর বার্লিন নাটক দিবসে যেতে পারবে।
'নাটক ক্লাস' চলতি বছরের নাটক দিবসের নতুন পর্ব। বিদেশি বিখ্যাত নাটক শিক্ষক উ চেন নাটক দিবসে ক্লাস নেবেন। যদি আগ্রহী হন তাহলে বিশ্ববিখ্যাত শিক্ষকের নাটক ক্লাসে অংশ নিতে পারবেন। ক্লাসের সবই ফি উ চেন তরুণ-তরুণী নাটক তহবিল দিয়ে নাটকের উন্নয়ন জোরদার হবে।