তৃতীয় উ চেন নাটক দিবস
গত সপ্তাহে তুরস্কে চীনের দূতাবাস এবং তুরস্ক-চীন বন্ধুত্বপূর্ণ তহবিল যৌথভাবে তুরস্ক জাতীয় গ্রন্থাগারে একটি বই-অনুদান অনুষ্ঠানের আয়োজন করেছে। তুরস্কের শিক্ষা ও সাংস্কৃতিক মহলের প্রায় একশ' জন এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তুরস্কে চীনের রাষ্ট্রদূত ইয়ু হং ইয়া অনুদান অনুষ্ঠানে বলেছেন, তিনি আশা করেন চীন ও তুরস্ক বই-বিনিময় এবং বই-অনুবাদের ক্ষেত্রে আরো সহযোগিতা করবে। দু'দেশের জনগণের সমঝোতা ও বন্ধুত্ব উন্নয়ন হবে। দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে। তুরস্কের জাতীয় গ্রন্থাগারের পরিচালক বলেছেন, চীনের লম্বা ইতিহাস আছে। চীনের সংস্কৃতি এত গভীর যে বিশ্বের জন্য তা খুবই আকর্ষণীয়। তুরস্কের জনগণ চীনের সংস্কৃতি খুবই পছন্দ করে। এবার চীনের বই-অনুদান তুরস্ক জাতীয় গ্রন্থাগারের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। যাতে তুরস্কের ছাত্রছাত্রীদের কিছু সুযোগ করে দিলে তারা চীনকে আরো ভালোভাবে জানতে পারবে। জানা গেছে, এবার তুরস্ককে চারশ'রও বেশি ধরনের বই অনুদান দিয়েছে চীন। ভবিষ্যতে আরো বিভিন্ন ক্ষেত্রে বই অনুদান দেওয়া হবে।
1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক