Web bengali.cri.cn   
বাংলাদেশের যুব প্রতিনিধি দলের থিয়ানচিন সফর
  2015-06-03 15:52:45  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন? সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।

বন্ধুরা, গত সপ্তাহের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আপনারা বাংলাদেশের যুব প্রতিনিধি দলের প্রথমবারের মতো চীন সফর সম্পর্কে কিছু তথ্য জেনেছেন এবং এই সফর সম্পর্কে প্রতিনিধি দলের কয়েকজন সদস্যের কিছু অনুভূতিও জানতে পেরেছেন।

আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে প্রতিনিধি দলটির থিয়ানচিন শহর সফর ও থিয়ানচিন পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাদের মতবিনিময় সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরবো।

বাংলাদেশের যুব প্রতিনিধি দলের চীন সফরের পরিকল্পনায় থিয়ানচিন শহর পরিদর্শনের কথা অন্তর্ভুক্ত করা হয়। থিয়ানচিন চীনের একটি পুরনো শহর। রাজধানী পেইচিংয়ের দক্ষিণ রেলওয়ে স্টেশন থেকে দ্রুতগতির ট্রেনে মাত্র আধা ঘণ্টার দূরত্বে এই শহরটি অবস্থিত।

এই শহরের হাজার বছরের ইতিহাস রয়েছে। শহরটির পশ্চিমা ধাঁচের পুরনো দালান-কোঠার নিদর্শন এখনও মানুষকে মুগ্ধ করে। একসময় ব্যবসা-বাণিজ্যের জন্য অনেক ইউরোপীয়ানরা এই শহরটিতে বাস করতেন। শহরটির সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী দারুণ আকর্ষণীয় ও চিত্তাকর্ষক ।

বাংলাদেশের যুব প্রতিনিধি দলটি থিয়ানচিন পৌঁছার পর প্রথমে তারা সেখানকার বৈশিষ্ট্যময় ও ঐতিহ্যিক 'মাহুয়া' মিষ্টির কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরের কর্মীরা প্রতিনিধি দলটির কাছে মাহুয়ার ঐতিহাসিক গল্প ও তা তৈরির প্রক্রিয়া তুলে ধরেন।

বাংলাদেশের এবারের যুব প্রতিনিধি দলের নেতা বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মি. নুমেরি জামান প্রথমবারের মতো এত বড় প্রতিনিধি দল নিয়ে চীন সফরে আসেন। সফরের বিস্তারিত বিষয় নিয়ে তিনি বলেন,

এ সফর সম্পর্কে প্রতিনিধি দলের কর্মকর্তাদের অন্যতম, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) তথ্য ক্যাডারের সদস্য মি. এ এস এম মামুন বলেন,


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040