Web bengali.cri.cn   
পেইচিং ফিল্ম একাডেমি
  2015-04-15 10:35:44  cri

স. সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা পেইচিং ফিল্ম একাডেমি সম্পর্কে কিছু তথ্য জানলেন। এখন আমরা এই একাডেমির কয়েকজন বিখ্যাত শিক্ষার্থীর তথ্য তুলে ধরবো।

ট. ছেন খাই কো ১৯৫২ সালের ১২ আগস্ট পেইচিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি বিএফএ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালে 'হলুদ মাটি' Yellow Earth নামক চলচ্চিত্র নির্মাণ করার জন্য তিনি সুইজারল্যান্ডের লোকার্নো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পুরস্কার লাভ করেন।

১৯৯৩ সালে তিনি চীনা অপেরার বিখ্যাত গল্প অনুযায়ী 'ফেয়ারওয়েল মাই কংকিউবাইন' চলচ্চিত্র নির্মাণ করেন। এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ফ্রান্সের 'কান্নেস ইন্টারন্যাশনাল ফেস্টিভালে' পুরস্কার লাভ করেন। এছাড়া, 'ফেয়ারওয়েল মাই কংকিউবাইন' চলচ্চিত্রর মাধ্যমে তিনি মার্কিন চলচ্চিত্রের 'গোল্ডেন গ্লোবাল' পুরস্কারের শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র পুরস্কার ও বৃটেনের বিএএফটিএ বা বাফটা পুরস্কার লাভ করেন।

স. ২০০৮ সালে তিনি চীনা অপেরার বিখ্যাত শিল্পী মেই লান ফাং-এর জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১২ সালে ছেন খাই কো এর নির্মিত 'সন্ধান' searching চলচ্চিত্র চীনের মূলভূভাগের চলচ্চিত্রের পক্ষ থেকে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের অস্কার ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়।

চীনের আরেকজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের নাম চাং ই মৌ। তিনি ১৯৫০ সালের ২ এপ্রিল চীনের শানসি প্রদেশের সি'আন শহরে জন্মগ্রহণ করেন। চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের প্রতিনিধি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় ও ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি পেইচিং ফিল্ম একাডেমি থেকে লেখাপড়া শেষ করেন।

১৯৮৬ সালে তিনি 'পুরনো কূপ' Old Well নামক চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি ফিল্ম ফেয়ারের পুরস্কার লাভ করেন তিনি। চাং ই মৌ ১৯৮৭ সালে প্রথমবারের মতো পরিচালক হিসেবে 'লাল জোয়ার' নামক চলচ্চিত্র নির্মাণ করেন এবং জার্মানির বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 'গোল্ডেন বিয়ার' পুরস্কার লাভ করেন। 'লাল জোয়ার' চলচ্চিত্র নির্মাণের পর তিনি 'জুতৌ', 'পেইজ দ্য রেড ল্যান্টার্ন'সহ অনেক চলচ্চিত্র নির্মাণ করেন এবং তিনবারের মতো অস্কার পুরস্কার ও পাঁচ বারের মতো গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনিত হন।

ট. ২০০২ সালে তিনি 'বীর' 《Hero》 সহ বিভিন্ন কুংফু চলচ্চিত্র নির্মাণ করেন এবং ২০০৮ সালে তিনি পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন। একই বছর তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চীনা পুরস্কার ও যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনের বার্ষিক প্রভাবশালী ব্যক্তিদের তালিকার জন্য মনোনিত হন।

২০১৪ সালের ডিসেম্বরে পেইচিংয়ে ২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমস সম্পর্কিত চলচ্চিত্রের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি 'গ্রেট ওয়াল' চলচ্চিত্র নির্মাণ করেন।

স. চাং ই মৌ আসলে ফটোগ্রাফ বা আলোকচিত্রগ্রহণ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। সেজন্যে তাঁর চলচ্চিত্রে বিভিন্ন সুন্দর রঙ দেখা যায়। তিনি পর্দায় সুশৃঙ্খলভাবে অভিনেতা-অভিনেত্রীর অবস্থান ও তাদের পোষাক নির্বাচনসহ সুন্দর দৃশ্য বিন্যাসে যথোপযুক্ত পটভূমি ব্যবহার করতে পছন্দ করেন। এক কথায় তাঁর চলচ্চিত্র বহুবর্ণের ও আকর্ষণীয়।

হ্যাঁ, বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা একসাথে চাং ই মৌ-এর ২০০২ সালে নির্মিত 'বীর' চলচ্চিত্রের থিম সংগীত শুনবো। আর এ গানটি গেয়েছেন চীনের অতি জনপ্রিয় ও বিখ্যাত শিল্পী ওয়াং ফেই।

ট. গানের কথা বাংলায় অনুবাদ করলে প্রায় এমন, অতীতকাল থেকেই লোকদের মধ্যে একটি কথা প্রচলিত, একজন বীরের মৃত্যুতে অন্যরা তাঁর জন্য দু:খ করে। তাঁর সাহস অন্যদের জন্য নিষ্ঠুর ব্যাপার। বিশ্বকে পরিবর্তনে আমরা বীরের অপেক্ষা করি। দেখতে চাই, কে অবশেষে সফল। দেখতে চাই, আকাশকে রক্তে লাল করে কার স্বপ্ন বাস্তবায়িত হয়?

স. সুপ্রিয় বন্ধুরা, সময়ের সাথে সাথে ফুরিয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানও। আমাদের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ben@cri.com.cn, caoyanhua@cri.com.cn

ট. এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আগামী সপ্তাহে একই সময় আবার কথা হবে। যাইচিয়ান। (সুবর্ণা/টুটুল)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040