Web bengali.cri.cn   
পেইহাং বিমানচালনা ও মহাকাশযান বিশ্ববিদ্যালয়
  2015-04-01 18:43:10  cri

 


বন্ধুরা, বরাবরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই শুনবেন শিক্ষা সম্পর্কিত খবর। তারপর শুনবেন চীনের বিখ্যাত পেইহাং বিশ্ববিদ্যালয়ের তথ্য।

ট.সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয় ২০তম চীন আন্তর্জাতিক পালাক্রমিক শিক্ষা মেলা। বিশ্বের ২৯টি দেশ ও অঞ্চলের ৩৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেয়। এর সঙ্গে সঙ্গে ২০১৫ সালের চীনা শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়ার ফোরামও আয়োজন করা হয়। জানা গেছে, চীন আন্তর্জাতিক শিক্ষা মেলার মূল লক্ষ্য হলো বিদেশে অধ্যয়নকারী শিক্ষার্থীদেরকে সবচেয়ে পেশাগত, সার্বিক ও সরাসরি তথ্য প্রদান করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব পরিচিতিমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা। পাশাপাশি বিদেশের উন্নত শিক্ষাব্যবস্থাকে আকৃষ্ট করে চীন ও বিদেশের উচ্চপর্যায়ের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করা।

স. ১৯৯৯ সাল থেকে এ মেলা চীনের ২০টিরও বেশি শহরে আয়োজিত হয়। বিশ্বের ৫৫টি দেশ ও অঞ্চলের ২০০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। মেলায় অংশগ্রহণকারী দর্শকদের সংখ্যা মোট ১৪ লাখেরও বেশি।

এবারের পালাক্রমিক মেলায় বিশ্ববিদ্যালয়, পেশাগত প্রযুক্তি একাডেমি, মাধ্যমিক স্কুল ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রশিক্ষণ সংস্থা অংশগ্রহণ করে। এর মধ্যে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় রয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়।

 

ট. সামার সেমিস্টারে বিদেশে লেখাপড়া সংক্রান্ত সেমিনার ২৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চীনের নানচিং, কুয়াংচৌ, হোপেই ও শেনইয়ান শহরে আয়োজিত হবে। তা চীন আন্তর্জাতিক শিক্ষা পালাক্রমিক মেলার নতুন বিষয়। জানা গেছে, দেশ বিদেশের বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মেলায় দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বিদেশে অধ্যয়নের তথ্য তুলে ধরবে। যাতে চীনা শিক্ষার্থীদের বিদেশে গুণগতমান প্রশিক্ষণে জন্য আরো ভালো পরামর্শ দেয়া যায়। এর সঙ্গে সঙ্গে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশে অধ্যয়ন পরিসেবা কেন্দ্র পরামর্শ সম্মেলন আয়োজন করার মাধ্যমে দেশ বিদেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আদান-প্রদানের প্ল্যাটফর্ম গড়ে তুলবে।

স. সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনলেন শিক্ষা সম্পর্কিত খবর। এখন শুনবেন চীনের পেইচিংয়ের বিখ্যাত পেইহাং বিশ্ববিদ্যালয়ের তথ্য।

ট. ১৯৫১ সালের জানুয়ারি মাসে চীন সরকারের প্রতিনিধি দল সাবেক সোভিয়েত ইউনিয়ন সফর করেন । এসময় তাঁরা চীনের বিমানচালনা ও মহাকাশযান শিল্পের নির্মাণ, বিমানচালনা বিষয়ক উচ্চপর্যায়ের শিক্ষা ও সোভিয়েত ইউনিয়নের বিশেষজ্ঞদের চীনে আমন্ত্রণ জানানো নিয়ে সোভিয়েত সরকারের সঙ্গে আলোচনা করেন।

১৯৫২ সালের মে মাসে চীনের তত্কালীন প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের নির্দেশে চীনের শিক্ষা মন্ত্রণালয় পেইচিং বিমানচালনা ইন্সটিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। একই বছরের ২৫ অক্টোবর ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের মহাকাশযান বিভাগসহ চীনের ৮টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মহাকাশযান বিভাগের ভিত্তিতে চীনের প্রথম বিমানচালনা ও মহাকাশযান বিজ্ঞান ইন্সটিটিউট-পেইচিং বিমানচালনা ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৯৮৮ সালের এপ্রিল মাসে এ ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে রাখা হয় পেইহাং বিমানচালনা ও মহাকাশযান বিশ্ববিদ্যালয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে মোট ২৭টি একাডেমি অন্তর্ভুক্ত রয়েছে।

স. পেইচিংয়ের হাইতিয়ান এলাকার সিউয়েইউয়ানলুন অঞ্চল ও উপকণ্ঠ এলাকার শাহো অঞ্চল নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি গঠিত।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়টি ইন্সটিটিউট থেকে বহুমুখী বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। ২০১৩ সাল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সংখ্যা ১৪৪২৮ জন, স্নাতকোত্তরের সংখ্যা ৮৭০০ জন, ডক্টরেট ডিগ্রি পাওয়ার সংখ্যা ৪০১৫ জন আর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৪৭৪ জন।

এ বিশ্ববিদ্যালয়ের মহাকাশযান বিজ্ঞান ও প্রযুক্তি এবং যন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি-এ দুই প্রধান বিষয় বর্তমানে চীনের শীর্ষ স্থানে রয়েছে। পেইহাং বিশ্ববিদ্যালয় 'আন্তর্জাতিক ট্রেডমার্ক পরিকল্পনা' চালু করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আদান-প্রদান ও সহযোগিতার প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, যাতে প্রভাবশালী শক্তি ও প্রতিযোগিতামূলক শক্তি উন্নত করা যায়।

এ বিশ্ববিদ্যালয় 'বিদেশি শিক্ষার্থী প্রশিক্ষণ পরিকল্পনা' চালু করার মাধ্যমে ইউরোপ, উত্তর আমেরিকা, জাপানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পর্যন্ত পেইহাং বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রায় ২০০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও বিখ্যাত আন্ত:দেশীয় কোম্পানির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলেছে। এ বিশ্ববিদ্যালয় 'চীন-জার্মান যৌথ সফ্টওয়ার গবেষণাগার', 'চীন-ব্রিটেন যৌথ মহাশূন্য বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার', 'চীন-ফ্রান্স যৌথ কাঁচামাল গবেষণাগার'সহ বিভিন্ন উচ্চপর্যায়ের সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। পেইচিংয়ের বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয় ও পেইচিং বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে পেইহাং বিশ্ববিদ্যালয়ের অবস্থান।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040