Web bengali.cri.cn   
বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত এম. ফজলুল করিমের সাক্ষাত্কার
  2015-02-06 17:09:54  cri


চীনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত এম. ফজলুল করিম গত ২৭ জানুয়ারি বাংলাদেশ দূতাবাসে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। চলতি বছর চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন নিয়ে অনেক আশাবাদী নয়া রাষ্ট্রদূত।

মাননীয় রাষ্ট্রদূত এম. ফজলুল করিমের সঙ্গে সিআরআই এবং দূতাবাসের কর্মকর্তারা

২০১৪ সালের নভেম্বরে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চীনে আসেন জনাব ফজলুল করিম। এর আগে তিনি ইতালি, সৌদি আরব, জর্ডান ও মেক্সিকোয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, "চীন একটি অতি প্রাচীন সভ্যতা এবং উন্নত সভ্যতার ধারক। এখানে প্রায় ১৩৭ কোটি জনসংখ্যা রয়েছে। চীন ইতিমধ্যে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এমন একটি বন্ধুভাবাপন্ন দেশে আমি রাষ্ট্রদূত হতে পেরে অত্যন্ত আনন্দিত।"

রাষ্ট্রদূতের হাতে উপহার তুলে দিচ্ছেন ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী এবং ছাও ইয়ান হুয়া সুবর্ণা

চীনে আসার পর প্রথম তিন মাস তাঁর অনেক ব্যস্ত সময় কেটেছে। এ সাক্ষাত্কারে তিনি কাজের অভিজ্ঞতা, চীন ও বাংলাদেশের সম্পর্কোন্নয়ন, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি, বাংলাদেশ চীন ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোরসহ নানা বিষয়ে মন্তব্য করেছেন।

বন্ধুরা, বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিমের সাক্ষাত্কার গ্রহণ করেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী। বিস্তারিত সাক্ষাত্কারটি শুনুন এখানে।

সিআরআই বাংলা বিভাগের দ্বিমাসিক পত্রিকা 'পূবের জানালা' পড়ছেন মাননীয় রাষ্ট্রদূত এম. ফজলুল করিম

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040