Web bengali.cri.cn   
চীনের মহান দেশপ্রেমিক ও দানবীর ছেন চিয়া কেং এবং সিয়ামেন বিশ্ববিদ্যালয়
  2015-02-04 15:33:14  cri

স্বল্প সময়ের গ্রীষ্মকালীন মৌলিক চীনা ভাষার কোর্স আট সপ্তাহব্যাপী স্থায়ী হয়। প্রতিবছরের ৪ মে থেকে এই কোর্স শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলে।

যারা চীনা ভাষা শিখতে চান, তারা এ কোর্সের মাধ্যমে চীনা ভাষা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সাধারণত এ কোর্স শুরু করার পর প্রতিদিন সকালে চীনা ভাষা শোনা ও পড়ার বিষয় প্রশিক্ষণ দেয়া হয়। আর বিকেলে চীনা ভাষার চর্চা বা সাংস্কৃতিক ক্লাসের প্রশিক্ষণ দেয়া হয়। যেমন হস্তলিপি, কাগজ কাটা ও কুংফু ইত্যাদি। যারা এ ইন্সটিটিউটে পড়তে চান, তাঁরা চলতি বছরের ১০ এপ্রিলের আগে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন।

বিদেশি শিক্ষার্থীরা ভর্তির প্রজ্ঞাপন পেয়ে স্থানীয় অঞ্চলের চীনা দূতাবাসে 'শিক্ষার্থী ভিসা'র আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি বাবদ ২৪০ ইউয়ান ও প্রশিক্ষণ ফি বাবদ ৯০০০ ইউয়ান প্রয়োজন হবে।

গ্রীষ্মকালীন ৪ সপ্তাহের মৌলিক চীনা ভাষার কোর্স প্রতিবছরের ২৯ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত চলে।

যারা কিছু কিছু চীনা ভাষা বুঝতে পারেন তবে সঠিকভাবে পড়তে পারেন না, তাদের জন্য এ কোর্সটি চালু হয়। প্রতিবছর ১২ জুনের আগে এ কোর্সের জন্য আবেদন করতে হয়। এর জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ২৪০ ইউয়ান ও প্রশিক্ষণ ফি বাবদ ৫০০০ ইউয়ান খরচ করতে হবে।

যারা ৮ সপ্তাহের কোর্স সমাপ্ত করার পর এ কোর্সে যোগ দিতে চান, তাদের জন্য খরচ ১০০০ ইউয়ান কমিয়ে ৪০০০ ইউয়ান করা হয়।

অন্য একটি কোর্স চীনের বিভিন্ন তথ্য জানানোর জন্য চালু করা হয়। এটিও ৪ সপ্তাহের। কোর্সের সময় ২৯ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। মৌলিক ভাষা প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে তাদের জীবনযাপন, লেখাপড়া ও কথাবার্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চীনের অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি ও সমাজসহ বিভিন্ন বিষয় ইংরেজিতে ব্যাখ্যা করেন।

যদি দীর্ঘকালীন চীনা ভাষার কোর্সে ভর্তি হতে চান, তাহলে সেমিস্টার ভিত্তিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারেন। স্প্রিং সেমিস্টার জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং অটাম সেমিস্টার সেপ্টেম্বর থেকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। ১৮ বছরের বেশি বয়সী বিদেশি শিক্ষার্থীরা এ কোর্সের জন্য আবেদন করতে পারেন।

এ বছর নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তারিখ ২৮ ফেব্রুয়ারি ও পয়লা মার্চ। আবেদন করার সময় ৯ জানুয়ারি পর্যন্ত। আপনারা সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন। নিজের বিস্তারিত তথ্য, যোগাযোগের ঠিকানা ও অধ্যয়নের প্রধান বিষয় আবেদনে উল্লেখ করতে হবে।

বিদেশি শিক্ষার্থী প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষকরা আপনাদের যোগ্যতা পুনরায় যাচাই-বাছাই করবেন। যদি তাদের বাছাইয়ে সব তথ্য সঠিক থাকে তাহলে যোগাযোগ ঠিকানা অনুযায়ী 'ভর্তি প্রজ্ঞাপন' ও আবেদনকারীকে 'ভিসা ফর্ম' পাঠানো হবে। আবেদনকারীরা সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারেন। সাধারণত চীনে আসার আগে আবেদনকারীকে স্থানীয় অঞ্চলের হাসপাতাল বা চীনা দূতাবাসের নির্ধারিত হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে হবে।

দীর্ঘকালীন চীনা ভাষার প্রশিক্ষণ কোর্সের মধ্যে প্রাথমিক পর্যায়ের চীনা ভাষা, মাঝারি পর্যায়ের চীনা ভাষা, সিনিয়র পর্যায়ের চীনা ভাষা, মৌলিক চীনা ভাষা, চীনা ভাষা শোনা, খবর শোনা, চীনা ভাষা পড়া ও লেখাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রশিক্ষণ শেষে ইচ্ছা মতো এইএসকে পরীক্ষার প্রশিক্ষণ ও আর্থ-বাণিজ্যিক মৌলিক ভাষা কোর্স, চীনা চলচ্চিত্র ও চীনা সংগীতসহ নানা ধরনের সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা করা যায় ।

 সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার বিস্তারিত বিষয় জানতে চাইলে আপনারা বিদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি সৌদি আরবের আব্দুল্লা আজরানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁর ইমেইল ঠিকানা oecarab@xmu.edu.cn। সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী প্রশিক্ষণ ইন্সটিটিউটের যোগাযোগ নম্বর ০০৮৬-৫৯২২১৮৬২১১, ইমেইল ঠিকানা oec@xmu.edu.cn।

বন্ধুরা, এবারে আপনাদেরকে জানাবো সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সংক্রান্ত তথ্য। তবে তার আগে শুনবো এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি গান। গানের কথা প্রায় এরকম, আত্মনির্ভরশীলতা,আত্মনির্ভরশীলতা! লেখাপড়ার সমুদ্র এতো বিস্তার, কে চাবি নিয়ে প্রশ্নের উত্তর খুঁজে বের করে? কুলাংইউ প্রণালী দীর্ঘ ও গভীর, আমি জ্ঞানের সীমানাহীন সমুদ্রে ভেসে যাই....

বন্ধুরা, গানটি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো। আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে, আগের অনুষ্ঠানে আমরা চীনের সরকারি বৃত্তি ও কনফুসিয়াস ইন্সটিটিউটের বৃত্তির আবেদন পদ্ধতি তুলে ধরেছি, তাইনা?

হ্যাঁ,এবার তাহলে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বৃত্তির তথ্য নিয়ে আলোচনা করা যাক।

২০১৫ সালে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের বৃত্তির জন্য আবেদন করলে মোট ৫ ধরনের কোর্স করা যাবে।

১. চীনা ভাষার স্নাতকোত্তর ডিগ্রি কোর্স ২০১৫ সালের অটাম মানে শরতকালে শুরু হবে। কোর্সের মেয়াদ ২ বছর। আবেদনকারীর এইচএসকে ফলাফল পঞ্চম গ্রেডের ১৮০ সেন্টের চেয়ে বেশি হতে হবে । এর সঙ্গে সঙ্গে ডিগ্রি অর্জনের পর কমপক্ষে ৫ বছর চীনা ভাষা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে।

২. লাতিন আমেরিকা ও আফ্রিকার কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষার্থীদের এক বছরের চীনা ভাষা প্রশিক্ষণ ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স প্রদান করা হয়। আবেদনকারীদেরকে চীনে আসার আগে কনফুসিয়াস ইন্সটিটিউট ও ডিগ্রী অর্জনের পর প্রশিক্ষণ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এইচএসকের ফলাফল তৃতীয় গ্রেডের ১৮০ সেন্টের চেয়ে বেশি তাঁরা আবেদন করতে পারেন। এক বছরের প্রশিক্ষণ শেষে এইচএসকে পরীক্ষার ফলাফল পঞ্চম গ্রেডের ১৮০ সেন্টের চেয়ে বেশি হলে স্নাতকোত্তর ডিগ্রির জন্যও লেখাপড়া করতে পারেন।

৩. আফ্রিকা ও এশিয়ার উন্নত দেশের চীনা ভাষা প্রশিক্ষণের বিদেশি শিক্ষার্থীদের চীনা ভাষা প্রশিক্ষণের স্নাতক কোর্স প্রদান করা হয়। যারা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এইচএসকে'র ফলাফল তৃতীয় গ্রেডের ১৮০ সেন্টের চেয়ে বেশি তারা আবেদন করতে পারেন।

৪.এক বছরের প্রশিক্ষণ কোর্স। বিদেশের কনফুসিয়াস ইন্সটিটিউট বা ক্লাসরুমের শিক্ষার্থী, বিদেশি শিক্ষক ও 'চীনা ব্রিজ' প্রতিযোগিতার বিজয়ীরা এক বছরের চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স করতে পারেন। তাদের এইচএসকে'র ফলাফল তৃতীয় গ্রেডের ১৮০ সেন্টের চেয়ে বেশি হতে হবে।

৫. এক সেমিস্টার প্রশিক্ষণ কোর্স। ২০১৫ সালের শরতকাল থেকে ২০১৬ সালের বসন্তকাল পর্যন্ত এর সময়সীমা। আবেদনকারীদের এইচএসকের ফলাফল দ্বিতীয় গ্রেডের ১২০ সেন্টের চেয়ে বেশি হতে হবে।

এসব কোর্সের আবেদনকারীরা কনফুসিয়াস ইন্সটিটিউটের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান বিষয় বাছাই করতে পারেন।

চলতি বছরের ১০ মে'র আগে বিভিন্ন দেশের বৃত্তির আবেদনকারীদের নামতালিকা হানবানের কাছে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে ২৬ মে'র আগে হানবানের কাছে উপযুক্ত নামতালিকা পেশ করবে। ১৬ জুন বৃত্তি বিজয়ীর নাম সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খ.সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী বৃত্তি ২০০৬ সালের এপ্রিল মাসে চালু হয়। এ বৃত্তিতে 'শ্রেষ্ঠ নতুন ছাত্র বৃত্তি' ও 'শ্রেষ্ঠ স্নাতক বৃত্তি' রয়েছে। শ্রেষ্ঠ নতুন ছাত্র বৃত্তি বিজয়ীদের মধ্যে ডক্টরেট ২ জন,স্নাতকোত্তর ২ জন ও স্নাতক ৪ জন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় তাদের লেখাপড়ার ফলাফল অনুযায়ী প্রতি বছর বৃত্তি প্রদান করে থাকে।

এ বৃত্তি সংক্রান্ত তথ্য জানতে চাইলে আপনারা সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কার্যালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ইমেইল ঠিকানা admission@xmu.edu.cn

যারা নিজ খরচে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখেন,তাদের পরীক্ষা ফলাফল চমত্কার হলে বিদেশি প্রশিক্ষণ ইন্সটিটিউটও তাদের বৃত্তি প্রদান করে থাকে। সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে grace@xmu.edu.cn য়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

খ. বন্ধুরা, সময় দ্রুত বয়ে চলে। বয়ে চলে আপন গতিতে। কথা বলতে বলতে আমাদের সময়ও শেষ হয়ে এসেছে। আমাদেরকে এখনি বিদায় নিতে হবে আজকের অনুষ্ঠান থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত জানাতে ভুলবেন না। আমাদের যোগাযোগের ঠিকানা. ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn (সুবর্ণা/টুটুল)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040