Web bengali.cri.cn   
প্রেসিডেন্ট সি'র নববর্ষের শুভেচ্ছা বাণী:পরিবারের সদস্যদের সাথে আনন্দ-বেদনা ভাগাভাগি করার মতো
  2015-01-01 20:11:00  cri

রঙিন ফাইল

আপনি লক্ষ্য করেছেন কি, ছবিতে প্রেসিডেন্ট সি'র হাতের কাছে লাল-নীল-সাদা রঙয়ের বেশ কয়েকটি ফাইল রয়েছে? কী আছে এসব ফাইলের ভেতরে? এসব ফাইলে বিভিন্ন ধরনের নথিপত্র দেখেছেন সিআরআই-এর সংবাদদাতা। আসলে প্রতিদিন প্রেসিডেন্টকে এরকম অনেক নথিপত্র পড়তে হয়। এ ছাড়াও, প্রতিদিন তাকে অনেক রুটিন কাজ করতে হয়। তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ।
প্রিয় বই:
আগে প্রেসিডেন্ট সি'র বিদেশ সফরের সময় আমি সাক্ষাত্কার নিতে তার সঙ্গে যেতাম। বই পড়া সম্পর্কে তাঁর বক্তব্য শুনেছি বেশ কয়েকবারই। ২০১৪ সালের জানুয়ারি মাসে রাশিয়ার সোচিতে তিনি বলেছিলেন, "এখন আমি নিয়মিত বই পড়ি। বই পড়া আমার জীবনের একটা অংশে পরিণত হয়েছে।" তাঁর বইয়ের শেল্ফের প্রথম ও দ্বিতীয় তাকে এমনসব বই রাখা হয় যা তিনি নিয়মিত পড়েন। ছবির মধ্যে 'ছুন শু চি ইয়াও' নামের যে মোটা বইটি দেখা যাচ্ছে, শুনেছি সেটি প্রেসিডেন্ট সি'র সবচেয়ে প্রিয়।
তিনি কেন থাং রাজবংশ আমলে লেখা এমন এক প্রাচীন গ্রন্থ পছন্দ করেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান চীনকে ভালোভাবে পরিচালনা করতে চাইলে, প্রাচীন চীনের ইতিহাস ও সংস্কৃতির ওপর গভীর জ্ঞান থাকা দরকার এবং চীনের প্রাচীন প্রশাসনিক কৌশল সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
এ ছাড়া, প্রেসিডেন্ট সি'র বইয়ের শেল্ফে আরো আছে তাঁর বাবা সি চোং শুনের লেখা বই, চীনের কূটনীতির ওপর লেখা কিছু বই, তেং সিয়াও পিংয়ের বইসহ নানা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখানে আরেকটি বইয়ের কথা উল্লেখ করতে চাই। বইটির নাম: 'দেশ প্রশাসন প্রসঙ্গে প্রেসিডেন্ট সি'র ভাষণ'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040