Web bengali.cri.cn   
নবম প্যারিস চীনা চলচ্চিত্র উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  2014-11-20 15:47:35  cri

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সেই রাতে চীনের তরুণ চলচ্চিত্র পরিচালক চাও সোং ছিওয়ের নির্মিত পেইচিং অপেরা কার্টুন চলচ্চিত্র 'তিংচুন পাহাড়' উত্সবের শ্রেষ্ঠ কার্টুন চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। চলচ্চিত্রের পরিচালক চাও সোং ছিও বলেন, তাঁর এই চলচ্চিত্র হলো চীনের চলচ্চিত্র এবং পেইচিং অপেরার প্রতি তাঁর একটি উপহার। তিনি বলেন, 'খুবই ভাগ্যের বিষয় হলো, চীনের অপেরা কার্টুন চলচ্চিত্র প্রথমবারের মতো ফ্রান্সে এসেছে এবং এবারের উত্সবে পুরস্কার পেয়েছে। এ উত্সব পেইচিং অপেরা প্রচারের একটি ভাল মাধ্যম বলে মনে করি আমি। চলতি বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালিত হয় এবং আগামী বছর চীনের চলচ্চিত্রের জন্মগ্রহণের ১১০তম বার্ষিকী পালিত হবে। চীনের প্রথম চলচ্চিত্রের নাম হলো 'তিং চুন পাহাড়'। আজকে 'তিংচুন পাহাড়' সেই একই নামে আমার এই কার্টুন চলচ্চিত্র উত্সবে পুরস্কার লাভ করায় আমি খুব খুশি।

চীনের চলচ্চিত্র নির্মাতা সমিতির মহাসচিব ওয়াং ফোং লিন বলেন, ৯ বছর ধরে চীনের চলচ্চিত্রের পর্দা, চলচ্চিত্রের সংখ্যা, বক্স অফিস এবং বৈদেশিক আয় প্রতি বছর ৩০ শতাংশেরও বেশি গতিবেগে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রের বাজার এবং তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র নির্মাণকারী দেশে পরিণত হয়েছে। ২০০৪ সাল থেকে চীন ও ফ্রান্স চলচ্চিত্র ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা চালিয়ে আসছে। ১০ বছরের মধ্যে চলচ্চিত্র বাজারের সম্প্রসারণ এবং যৌথভাবে চলচ্চিত্র নির্মাণের ব্যাপকতা ও গভীরতা অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে। চলতি বছর চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্যারিস চীনা চলচ্চিত্র উত্সব দু'দেশের চলচ্চিত্র নির্মাতা এবং অনুরাগীদের ব্যবধান কমিয়ে দিয়েছে।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040