Web bengali.cri.cn   
১০ম আল জাজিরা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভাল
  2014-11-06 13:53:11  cri

লিয়াং বি বো আরো বলেন, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের গুণগত মান থেকে বলা যায়, প্রথম শ্রেণীর বিবিসি ও ফ্রান্সের শিল্পের তুলনায় এর ব্যবধান আছে, তা সত্ত্বেও চীন এখন প্রথম দলে প্রবেশ করেছে। অন্য অনেক দেশের তুলনায় চীনের গুণগত মান অনেক উঁচু।

এবারের প্রামাণ্য চলচ্চিত্র উত্সবের চেয়ারম্যান আব্বাস প্রায় প্রতি বছরই চীন সফর করেন। তাঁর চোখে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রামাণ্য চলচ্চিত্রের উন্নয়ন খুবই দ্রুত। এবারের উত্সবে অংশ নেয়া চীনের প্রামাণ্য চলচ্চিত্র প্রসঙ্গে আব্বাস বলেন, কোনো কোনো প্রামাণ্য চলচ্চিত্র তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।

তিনি বলেন, 'আমরা তিন চারটি প্রামাণ্য চলচ্চিত্র দেখেছি। খুবই ভালো। নির্মাণের পদ্ধতিও অনেক ভালো। প্রামাণ্য চলচ্চিত্রের কোনো কোনো মানবিক স্পর্শকাতর অংশগুলো আমার সবচেয়ে পছন্দের বিষয়'।

লিয়াং বি বো বলেন, আল জাজিরা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভালের বৃহত্তম একটি বৈশিষ্ট্য হলো, বাণিজ্যিক মূল্যের তুলনায় এই প্রামাণ্য চলচ্চিত্রগুলোর সামাজিক মূল্য আরো আকর্ষণীয়। তিনি বলেন, 'প্রামাণ্য চলচ্চিত্রের সামাজিক মূল্যবোধ মানে বর্তমানে জনগণের জীবন যাপনের অবস্থা ও মনের বিশ্বের ওপর প্রামাণ্য চলচ্চিত্রের গুরুত্বারোপ করা। উত্সবে অংশ নেয়া চীনের অধিকাংশ প্রামাণ্য চলচ্চিত্রই এমন'।

এ উত্সবের সময় চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সংবাদদাতা প্রামাণ্য চলচ্চিত্র দেখতে আসা নেদারল্যান্ডসের এক দম্পতির সাক্ষাত্কার নেন। তাঁরা দোহায় কাজ করেন এবং এবার একটানা চীনের দু'টি প্রামাণ্য চলচ্চিত্র দেখেছেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040