Web bengali.cri.cn   
১০ম আল জাজিরা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভাল
  2014-11-06 13:53:11  cri



১০ম আল জাজিরা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভাল গত ২৩ থেকে ২৬ অক্টোবর কাতারে অনুষ্ঠিত হয়। বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলের ১৬১টি প্রামাণ্য চলচ্চিত্র চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় এবং নানা ধরনের পুরস্কার লাভ করে। এগুলোর মধ্যে চীনের মুলভূভাগ এবং হংকং ও তাইওয়ানের ১৭টি প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে। একই সঙ্গে এ উত্সবে প্রদর্শন ও বিনিময়ের মাধ্যমে চীনের প্রামাণ্য চলচ্চিত্রের দ্রুত উন্নয়নও প্রতিফলিত হয়েছে।

বিশ্বের ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভালে এশিয়া, বিশেষ করে আরব অঞ্চলের কাতারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভালের প্রভাব বিশাল, যা বিশ্বের প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক ও নির্মাতাদের কাছে গুরুত্ব পেয়ে আসছে। এই উত্সবে পুরস্কার অর্জন করতে পারা চলচ্চিত্র পরিচালকদের কাছে গৌরবের।

চলতি বছর এ প্রামাণ্য চলচ্চিত্র উত্সব ১০ম বছরে প্রবেশ করে। চলতি বছরের এ উত্সবে 'পদচিহ্ন' কে প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করেন স্বাগতিক পক্ষ । এবারের এ উত্সবের চেয়ারম্যান আব্বাস আর্নাউটের চোখে 'পদচিহ্ন' শুধুমাত্র পিছনে ফেলে আসা পদচিহ্ন নয়, ভবিষ্যতের পদচিহ্ন আরো গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'এবারের এ প্রামাণ্য চলচ্চিত্র উত্সবের প্রতিপাদ্য হলো 'পদচিহ্ন'। সামনে আরো অনেক ধাপ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা গত দশ বছরে দশ পদে পা দিয়েছি। তবে এটাই যথেষ্ট নয়। আমাদেরকে সুদূর ভবিষ্যতের জন্য আরো প্রচেষ্টা চালানো উচিত'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040