Web bengali.cri.cn   
ওয়াশিংটনে অনুষ্ঠিত 'দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা' বিষয়ক ছবি প্রদর্শনী
  2014-10-30 15:17:14  cri

২০১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে প্রতিপাদ্য হিসেবে ছবির প্রদর্শনী যথাক্রমে চীনের শেনচেং, থেংছোং, ছোংছিং, হাংচৌ ও থাই পেইসহ বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয় এবং সবখানেই তুমুল সাড়া ফেলে। ওয়াং মিও বলেন, ছবি প্রদর্শনীতে চীন ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ বিনিময় সম্পর্কিত অনেক গল্প তুলে ধরা হয়। তিনি বলেন, 'তথ্যচিত্রের বৃহত্তম একটি ছবি থেকে দেখা যায়, একজন মার্কিন সৈন্য এবং একজন চীনা কৃষক একে অপরের কাছ থেকে সিগারেট জ্বালানোর লাইটার বিনিময় করছেন। এসব ছবি থেকে আমরা জানতে পারি, তখন চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তখন মার্কিন সৈন্যরা চীনা সৈন্যদেরকে বন্দুক চালানো এবং রাগবি খেলার উপায় শিখিয়ে দেন। তখনকার মার্কিন সৈন্যরা চীনা জনগণের সঙ্গে সম্প্রীতিতে বসবাস করতেন।'

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন, মিয়ানমার ও ভারতের রণাঙ্গনে যুদ্ধকরা মার্কিন সৈন্যদের সন্তানরা ১৫ অক্টোবর অনুষ্ঠিত ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিলি হিদে নামে একজনের পিতামহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে নিহত হন। তিনি এবং তাঁর বাবা-মা সেই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, 'আমার পিতামহ চীন, মিয়ানমার ও ভারতের রণাঙ্গনে নিহত হন। এই ইতিহাস সম্পর্কে আমার জানাশোনা খুব বেশি নয়। এই প্রদর্শনীতে অংশ নিতে পেরে আমি খুব খুশি। কারণ আমি আরো বেশি করে এই ইতিহাস জানতে পারছি।'

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় পরামর্শদাতা ব্রেন্ট স্কাউস্করোফ্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক 'জটিল' এই শব্দ দিয়ে বর্ণনা করা যায়। যুক্তরাষ্ট্র এবং চীন হলো ভিন্ন দু'টি দেশ, তাই দু'দেশের মধ্যে মতভেদ থাকা অনেক স্বাভাবিক। তবে সঙ্গে সঙ্গে আমাদের উপলব্ধি করা উচিত যে, আমাদের মধ্যে আরো অনেক মতৈক্যও রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র অনেক সহযোগিতা চালিয়ে আসছে। সম্প্রতি চীন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় সামরিক মহড়ায় অংশ নিয়েছে। তবে সামরিক ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার সঙ্গে সঙ্গে এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে দু'দেশের মধ্যে মতভেদও দেখা গেছে। চীনের সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের পুনঃভারসাম্য কৌশল সম্পর্কে একে অপরের সন্দেহ আছে। তাই দু'পক্ষের সহযোগিতার জন্য আরো প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেন, 'আমাদেরকে গত কয়েক ডজন বছরের সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং সহযোগিতার আরো শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করা উচিত। ছবি প্রদর্শনীতে প্রদর্শিত মার্কিন ও চীনা জনগণ যে ত্যাগ স্বীকার করেছেন আমরা তাঁদেরকে ধন্যবাদ জানাই। এই ছবি প্রদর্শনী আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও চীন সহযোগিতা করলে মহান সাফল্য অর্জিত হবে।'

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040