Web bengali.cri.cn   
ওয়াশিংটনে অনুষ্ঠিত 'দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা' বিষয়ক ছবি প্রদর্শনী
  2014-10-30 15:17:14  cri



'দেশের স্মৃতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা' শিরোনামে ছবির প্রদর্শনী ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রিগান ভবনে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রদর্শিত ২৮৩টি ছবি এবং তথ্যচিত্রে প্রাণবন্তভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, মিয়ানমার ও ভারতে জাপানি বাহিনীর প্রতি চীন ও মার্কিন বাহিনীর কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করা এবং সম্মুখ সারির সৈন্যদের প্রতি চীনা জনগণের সমর্থনের ঐতিহাসিক দৃশ্য তুলে ধরা হয়।

এবারের এ ছবি প্রদর্শনীর যুক্তরাষ্ট্র পক্ষের পরিকল্পনাকারী, যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল জন ইস্টারব্রুক সংবাদদাতাদেরকে বলেন, এবারের এ প্রদর্শনীর পরিকল্পনাকারী হতে পারে তিনি খুব গৌরব বোধ করছেন। তিনি বলেন, প্রদর্শনীর লক্ষ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সেই ইতিহাসকে আরো বেশি লোককে জানানো। তিনি বলেন, 'এবারের ছবি প্রদর্শনীর মাধ্যমে জনগণ চীন, মিয়ানমার ও ভারতের রণাঙ্গনে চীন ও যুক্তরাষ্ট্রের সৈন্যদের ভূমিকা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনকে যুক্তরাষ্ট্রের দেওয়া নানা ধরনের সাহায্য দেখতে পারবেন। তা ছাড়া, অভিন্ন লক্ষ্যবস্তু প্রতিরোধে চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ কিভাবে যৌথ প্রচেষ্টা চালান তার বিষয়ও প্রদর্শনীতে তুলে ধরা হয়।'

এবারের এ প্রদর্শনীর চীন পক্ষের পরিকল্পনাকারী ওয়াং মিও বলেন, প্রদর্শনীতে প্রদর্শিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভস থেকে শুরু করে চীন, মিয়ানমার ও ভারতের রণাঙ্গনে বেসামরিক পণ্ডিতদের বেছে নেওয়া ২৩ হাজার ছবি এবং ২০০ ঘণ্টার তথ্যচিত্রের সঙ্গে সম্পর্কিত।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040