Web bengali.cri.cn   
দুশানবের দ্বিতীয় তাপবিদ্যুত কেন্দ্র চীন-তাজিকিস্তান সহযোগিতার প্রতীক: প্রেসিডেন্ট সি চিন ফিং
  2014-09-14 18:26:05  cri

সেপ্টেম্বর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং বলেছেন, দুশানবের দ্বিতীয় তাপবিদ্যুত কেন্দ্র হচ্ছে চীন-তাজিকিস্তান সহযোগিতার প্রতীক। তিনি গতকাল (শনিবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে প্রথম তাপবিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজের সমাপনি এবং দ্বিতীয় তাপবিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এসময় তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমোনোভ উপস্থিত ছিলেন। পরে দু'নেতা চীন-মধ্য এশিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের তাজিকিস্তান অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।

দুশানবে দ্বিতীয় তাপবিদ্যুত কেন্দ্রকে দু'দেশের জনগণের মৈত্রীর প্রতীক হিসেবে আখ্যায়িত করে সি চিন ফিং আরো বলেন, দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় প্রথম তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে এবং বিদ্যুত উত্পাদনও শুরু হয়েছে। দ্বিতীয় তাপবিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজও সফলভাবে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় তাজিকিস্তানের প্রেসিডেন্ট বিদ্যুত ঘাটতিকে তাজিকিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নের পথে মূল সমস্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, দুশানবে দ্বিতীয় তাপবিদ্যুত কেন্দ্র তাজিকিস্তানকে এ খাতে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করবে।

এদিকে, চীন-মধ্য এশিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের তাজিকিস্তান অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন ফিং বলেন, এটি বহুপক্ষের অংশগ্রহণে সকলের জন্য কল্যাণ সৃষ্টির একটি কৌশলগত সহযোগিতামূলক প্রকল্প। প্রেসিডেন্ট রাখমোনোভ এ বক্তব্যের সাথে একমত পোষণ করে জানান, এ প্রকল্প তাজিকিস্তানে তিন সহস্রাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040