Web bengali.cri.cn   
সি চিন ফিয়ের সফরের প্রত্যাশা করছেন ভারতের প্রেসিডেন্ট
  2014-09-13 15:26:59  cri

সেপ্টেম্বর ১৩: ভারতের প্রেসিডেন্ট প্রণব মূখার্জী গতকাল (শুক্রবার) সেদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত লো ইয়ু চেনের পেশ করা পরিচয়পত্র গ্রহণের সময় বলেন, তিনি উষ্ণতার সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন ফিংয়ের ভারত সফর প্রত্যাশা করছেন।

মূখার্জী নতুন রাষ্ট্রদূত লো ইয়ু চেনকে স্বাগত জানান, তাঁর মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন ফিংকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে চীন সরকার ও জনগণকেও শুভ কামনা জানান।

মূখার্জী বলেন, তিনি প্রেসিডেন্ট সি'র ভারত সফরের প্রত্যাশা করছেন। তিনি বিশ্বাস করেন, এবারের সফর অবশ্যই বলিষ্ঠভাবে ভারত-চীন সম্পর্কোন্নয়ন ত্বরান্বিত করবে এবং অঞ্চল তথা বিশ্বের শান্তি ও উন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে।

মূখার্জী আরো বলেন, ভারত-চীন সম্পর্ক নিরন্তরভাবে সম্প্রসারিত হয়েছে। দু'দেশের অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো গভীরতর হয়েছে। ভারতের নতুন সরকার আগের মতো ভবিষ্যতেও চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করবে, চীনের সাথে অব্যাহতভাবে দু'দেশের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং যৌথভাবে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।

লো ইয়ু চেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের সম্পর্ক সুস্থ ও দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। দু'দেশের কূটনৈতিক পারস্পরিক আস্থা ক্রমবর্ধমান হারে বাড়ছে, বন্ধুত্বপূর্ণ বিনিময় দিন দিন সম্প্রসারিত হয়েছে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা আরো গভীর হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট মূখার্জীর আমন্ত্রণে সি চিন ফিংয়ের আসন্ন ভারত রাষ্ট্রীয় সফর হচ্ছে বর্তমান চীন-ভারত সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এ সফর চীন ও ভারতের সম্পর্কের সুদূরপ্রসারী উন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ ও গভীর প্রভাব ফেলবে। এ সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য চীন ভারতের সঙ্গে নিবিঢ় সহযোগিতা করবে বলেও জানান তিনি। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040