Web bengali.cri.cn   
'গ্লিমস্ অব ইন্ডিয়া'-র লোগে উন্মোচিত হলো পেইচিংয়ে
  2014-04-24 18:44:47  cri
এপ্রিল ২৪: 'চীন-ভারত বন্ধুত্বপূর্ণ বিনিময় বর্ষ, ২০১৪' উপলক্ষ্যে আয়োজিত 'গ্লিমস্ অব ইন্ডিয়া' শীর্ষক কার্যক্রমের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয় বৃহস্পতিবার। পেইচিংয়ে ভারতীয় দূতাবাসে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত অশোক কে. কান্থা।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১৩ সালে এ ব্যাপারে মতৈক্যে পৌঁছান যে, দু'দেশ ২০১৪ সালকে দু'দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময় বর্ষ হিসেবে পালন করবে। সেই সিদ্ধান্তের আলোকেই, দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক, বেসরকারি বিনিময় এবং ভারত সম্পর্কে চীনাদের জানাশোনা বাড়ানোর জন্য চীনে নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং শাংহাই, কুয়াংচৌ ও হংকংয়ে দেশটির কনস্যুলেটের যৌথ উদ্যোগে চীনের ১২টি শহরে চলতি বছর 'গ্লিমস্ অব ইন্ডিয়া' বা 'এক নজরে ভারত' শীর্ষক ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040