Web bengali.cri.cn   
চীনের স্মার্টফোন কোম্পানি সিয়াও মি'র ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা
  2014-08-04 20:22:53  cri


সম্প্রতি চীনের বিখ্যাত স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেট কোম্পানি সিয়াও মি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে প্রবেশ করার ঘোষণা দিয়েছে। বলা যায় ২০১০ সালে চীনে প্রতিষ্ঠিত সিয়াও মি হচ্ছে এশিয়ায় সবচেয়ে দ্রুত বিকাশমান স্মার্টফোন কোম্পানির অন্যতম । ২০১৩ সালে এ কোম্পানি চীনের তৃতীয় বৃহত্তম ইলেক্ট্রনিক বাণিজ্যিক কোম্পানিতে পরিণত হয়। সংশ্লিষ্ট উপাত্ত অনুযায়ী, ২০১৩ সালে এ কোম্পানি মোট ১ কোটি ৮৭ লাখ মোবাইল ফোন বিক্রি করেছে, যার পরিমাণ এর আগের বছরের অনুরূপ সময়ের চেয়ে ১৬০ শতাংশ বেশি।

ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল বড় দেশ হওয়ায় তার বাজারে প্রচুর ক্রেতা রয়েছে। সাম্প্রতিক কয়েক বছর ধরে ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও ইন্টারনেট আরো জনপ্রিয় হওয়ার সাথে সাথে আরো বেশি লোক ইলেক্ট্রনিক বাণিজ্য খাতে জড়িত হয়ে পড়েছে, এর ফলে দেশটিতে বাজারের আকারও ধাপে ধাপে সম্প্রসারিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে ভারতের ইলেক্ট্রনিক বাণিজ্য বাজারের আকার ছিল ৬২৯.৬৭ বিলিয়ন রুপি, ২০১২ সালে এ পরিমাণ ছিল ৪৭৩.৪৯ বিলিয়ন রুপি, যা ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে ৩৩ শতাংশ বৃদ্ধি পায়। এর পাশাপাশি চীন ও ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ও বিনিময়ের সম্প্রসারণ চীনের শিল্পপ্রতিষ্ঠানের ভারতীয় বাজারে প্রবেশের চালিকাশক্তিও বটে। সিয়াও মি কোম্পানির সিনিয়র জনসংযোগ ব্যবস্থাপক লি লেই চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে বলেন, ভারতের উত্সাহব্যঞ্জক বিকশিত ইলেক্ট্রনিক বাণিজ্য হচ্ছে দেশটিতে বিদেশী ব্যবসা সম্প্রসারণের মূল কারণ। তিনি বলেন, "প্রথমে সিয়াও মি'র ব্যবহারকারীদের মধ্যে অনেক ভক্ত আছে। তারা ইন্টারনেটে অতি তত্পর এবং ইলেক্ট্রনিক বাণিজ্য সম্বন্ধে সুপরিচিত। ফলে আমাদের বিদেশী বাজার বাছাইয়ের প্রথম বিবেচনার উপাদান হচ্ছে সে দেশের ইলেক্ট্রনিক বাণিজ্য উন্নয়নের মাত্রা। ভারতীয় বাজার বাছাই করার দু'টি কারণ রয়েছে। প্রথমত, ভারতের ব্যবহারকারীদের ইলেক্ট্রনিক খরচ ক্ষমতা অপেক্ষাকৃত ভালো। দ্বিতীয়ত, ভারতের ইলেক্ট্রনিক বাণিজ্য অপেক্ষাকৃত উন্নত। এটা সিয়াও মি কোম্পানির পরিচালনার বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ। সেই জন্য আমরা ভারতকে বাছাই করেছি।"

জানা গেছে, সিয়াও মি কোম্পানি ভারতে স্থায়ী কার্যালয় ও অনলাইন দোকান খুলবে। তা ছাড়া এ কোম্পানি ভারতের স্থানীয় কোম্পানি 'জাবং' এর যৌথ প্রতিষ্ঠাতা মানু কুমার জাইনকে নিয়োগ করেছে।

সবাই জানেন, হার্ডওয়্যার, সফটওয়্যার ও ইন্টারনেট একত্রিত করে ব্যবহারকারীদের কাছে সফটওয়্যার ও সেবা বিক্রি করা হচ্ছে চীনে সিয়াও মি কোম্পানির সাফল্য অর্জনের প্রধান কারণ।

কিন্তু সম্পূর্ণ নতুন ভারতীয় বাজার ও ভিন্ন অভ্যাসের ভারতীয় ব্যবহারকারীদের কাছে সিয়াও মি কোম্পানির কী কী প্রাধান্য আছে? এ প্রসঙ্গে লি লেই বলেন, "সিয়াও সর্বপ্রথম হার্ডওয়্যার, সফটওয়্যার ও ইন্টারনেট সেবা পদ্ধতি সৃষ্টি করেছে। এ ভিত্তিতে আমরা ইলেক্ট্রনিক বাণিজ্যের মাধ্যমে আমাদের সেবা সরাসরি ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেই। তারপর আমাদের পণ্য ও সেবার দাম উত্পাদন ব্যয়ের খুব কাছে থাকে। আমরা সত্যিকারের মূল্যের পণ্য ভোক্তাদের দেই। তা ছাড়া আমরা সফটওয়্যার ও সিস্টেম অপারেটিং অভিজ্ঞতার ওপর অত্যন্ত গুরুত্বারোপ করি। আমি মনে করি, যে কোন জায়গায় গেলে ভালো মান ও উপযুক্ত দামের পণ্য সবচেয়ে জনপ্রিয় হয়।"

সিয়াও মি কোম্পানি প্রতিষ্ঠার পর তার দ্রুত বিকাশ সত্যি লক্ষণীয়। এমন দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে এ কোম্পানির সক্রিয়ভাবে বিদেশী বাজারে প্রবেশ করা কোনো আকস্মিক ব্যাপার নয়।

লি লেই জানান, গত বছর সিয়াও মি সিঙ্গাপুরে পরীক্ষামূলকভাবে তার পণ্য বিক্রি করেছে। সিঙ্গাপুরের ব্যবহারকারীরা সিয়াও মি'র ইন্টারনেট ভিত্তিতে অপারেটিং সিস্টেমের ওপর বড় আগ্রহ দেখিয়েছে। সিয়াও মি'র পণ্য সিঙ্গাপুরে জনপ্রিয়তা পেয়েছে। অল্প দিনের মধ্যে সিঙ্গাপুরের ২০ শতাংশ বাজার দখল করেছে। ভারতীয় বাজারের ওপরও সিয়াও মি আশাবাদী। এ প্রসঙ্গে লি লেই বলেন, "ইন্টারনেট খাতে ভারত খুব ভালো সাফল্য অর্জন করেছে। ফলে ভারতের জনসাধারণের ইলেক্ট্রনিক খাতে খরচের অভ্যাস আছে। ভারতের ইলেক্ট্রনিক বাণিজ্য খাতও অপেক্ষাকৃত উন্নত। এটা হচ্ছে আমাদের ভারতীয় বাজারে প্রবেশ করার অন্যতম কারণ"।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের অর্থনীতির উন্নয়ন দ্রুত বিকশিত হয়েছে। দু'দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সম্প্রসারিত হয়েছে। দু'দেশের ঊর্ধ্বতন পর্যায়ের ঘন ঘন সফর ও আদানপ্রদানের মধ্য দিয়ে চীনের শিল্পপ্রতিষ্ঠানের ভারতীয় বাজারে প্রবেশের আস্থাও বেড়েছে। সিয়াও মি কোম্পানির দৃষ্টিতে জনবহুল ভারতের ইলেক্ট্রনিক বাজারের বাণিজ্যিক সুযোগ বিশাল। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতে আরো বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান উন্মুক্ত ভারতীয় বাজারে সুযোগ পাবে। দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দু'দেশের অর্থনীতির উন্নয়নে আরো প্রাণশক্তি যোগাবে। (ইয়ু / টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040