Web bengali.cri.cn   
মেইলফিসেন্ট
  2014-07-31 13:42:24  cri

মেইলফিসেন্ট অরোরাকে উদ্ধারের জন্য অতিদ্রুত ফিলিপ নামের সেই রাজকুমারকে খুঁজে বের করেন। তবে ফিলিপের চুমু কার্যকর হয় নি। বিক্ষিপ্ত হয়ে মেইলফিসেন্ট নিজেই অরোরাকে একটি চুমু দেন। তারপর অলৌকিক একটি ব্যাপার ঘটে। অরোরা ঘুম থেকে জেগে উঠেন।

এদিকে স্টিফেন মেইলফিসেন্টের প্রাসাদে পৌঁছানোর খবর পেয়ে সেনাবাহিনী নিয়ে তাঁর সঙ্গে যুদ্ধ করেন এবং মেইলফিসেন্টকে আটক করেন। এসময় অরোরা একটি আলমারিতে মেইলফিসেন্টের সেই একজোড়া পাখা দেখতে পান। তাঁর বাবা এই পাখা একটি আলমারিতে ভরে রেখেছিলেন। অরোরা বুঝতে পারেন, তাঁর বাবা প্রথমে মেইফিসেন্টর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই তিনি আলমারি ভেঙ্গে সেই পাখা মেইলফিসেন্টের দিকে ছুঁড়ে দেন। পাখার সাহায্যে মেইলফিসেন্ট অচলাবস্থা থেকে অবিলম্বে মুক্তি পান। তাঁর সঙ্গে যুদ্ধ করার সময় স্টিফেন দুর্ভাগ্যজনকভাবে দুর্গ থেকে মাটিতে পড়ে মারা যান।

স্টিফেন মারা যাওয়ার পর জাদুকর এবং মানবজাতি শান্তি ও সম্প্রীতিতে একসাথে বসবাস করতে শুরু করেন।

(লিলি লাবণ্য/টুটুল)


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040