Web bengali.cri.cn   
মেইলফিসেন্ট
  2014-07-31 13:42:24  cri



মেইলফিসেন্ট হলেন জাদুর রাজত্বের শাসক। তাঁর শক্তিশালী জাদুকরী ক্ষমতা এবং এক জোড়া পাখা আছে। ছোটবেলায় তিনি স্টিফেন নামে এক ছেলের সঙ্গে দেখা করেন। তাঁদের দু'জনের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। ধীরে ধীরে মেইলফিসেন্ট বড় হন। স্টিফেনের সঙ্গে মেইলফিসেন্টের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তবে স্টিফেন বড়ই উচ্চাকাঙ্ক্ষী। প্রতিবেশী দেশের রাজা মেইলফিসেন্টের ভূখণ্ড দখল করার জন্য তাঁর নেতৃত্বে সৈন্যবাহিনী নিয়ে জাদুর রাজত্বের ওপর আক্রমণ চালায়। এদিকে মেলইফিসেন্টের নেতৃত্বেও জাদুর রাজত্বের বাহিনী পাল্টা জবাব দেয় এবং রাজা গুরুতরভাবে আহত হন। রাজা খুব ক্ষিপ্ত হয়ে বলেন, যিনি তাঁর আঘাতের প্রতিশোধ হিসেবে মেইলফিসেন্টকে হত্যা করতে পারবে তিনিই তাঁর দেশের উত্তরাধিকারী হবেন।

রাজপদে আরোহণের লোভে স্টিফেন এক রাতে মেইলফিসেন্টের সঙ্গে দেখা করে। এসময় তারা আগের মতোই আন্তরিকভাবে গল্পে মেতে উঠে।

তবে মেইলফিসেন্ট বুঝতে পারেন না যে, স্টিফেনের মন ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এখন তাঁর চোখে শুধুই রাজপদ। গভীর রাতে যখন মেইলফিসেন্ট ঘুমিয়ে পড়েন, তখন স্টিফেন মেইলফিসেন্টের দু'টি পাখা কেটে ফেলে। স্টিফেন উপহার হিসেবে মেইলফিসেন্টের এক জোড়া পাখা রাজাকে প্রদান করে। রাজা বিশ্বাস করেন, স্টিফেন সত্যিই তাঁর জন্য প্রতিশোধ হিসেবে এ কাজ করেছে। রাজা মারা যাওয়ার পর স্টিফেন সিংহাসন গ্রহণ করেন। তিনি রাজার মেয়েকে বিয়ে করেন। তারপর তাঁদের দু'জনের একটি মেয়ে হয়। এ মেয়েটি হলো প্রিন্সেস অরোরা বা রাজকুমারী অরোরা।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040