Web bengali.cri.cn   
escape to victory
  2014-07-03 10:34:50  cri

স্টেডিয়াম ভর্তি দর্শকেরা হৈ হুল্লোড় করতে থাকেন, চিত্কার করতে থাকেন, আনন্দ করতে থাকেন। দর্শকেরা জার্মান সৈন্যদের বাধা অতিক্রম করে স্টেডিয়ামে প্রবেশ করেন। জনভিড় অবশেষে স্টেডিয়ামের দরজা ভেঙ্গে ফেলে।

কিন্তু যুদ্ধবন্দি দলের সদস্যরা অন্ধকারে নর্দমাযুক্ত ড্রেনের মাধ্যমে পালিয়ে যান নি, বরং তাঁরা বীরের মতো জনগণের সমর্থনে স্থান ত্যাগ করেন।

আসলে 'escape to victory' হলো অস্তিত্ব রক্ষার সংগ্রামে বীরত্ব প্রকাশের এক চলচ্চিত্র। স্পষ্ট কথায়, এটি যুদ্ধ সম্পর্কিত একটি ছবি। তবে এ চলচ্চিত্রের পরিচালক জন হিউস্টোন বন্দুক ও গোলাগুলির বিপরীতে ফুটবলের মাধ্যমে যুদ্ধবিষয়ক ভিন্নতর একটি বিশেষ অনুভূতি সৃষ্টি করেছেন।

চলচ্চিত্রের প্রধান অভিনেতাদের চমত্কার অভিনয় থেকে প্রমাণিত হয় যে, মাঝেমাঝে গোলাগুলি, বিমান হামলার চেয়ে ফুটবলও অনেক বেশি শক্তিশালী।

চলচ্চিত্রের শেষের অংশ, অর্থাত জার্মান জাতীয় ফুটবল দল এবং যুদ্ধবন্দি দলের মধ্যে ফুটবল খেলা হলো গোটা চলচ্চিত্রের মূল আকর্ষণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করা এক এক জন ফুটবল তারকার এক একটি চমত্কার দৃশ্য সকল দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। বিশেষ করে ফুটবল রাজা পেলের জাম্প করে লাফিয়ে উঠে ব্যাক স্টাইলের কিক সত্যিই শক্তি ও কৌশলের এক পারফেক্ট সংমিশ্রণ।

অনেক বিশ্লেষকদের ধারণা যে, আসলে ৫৪তম অস্কারে এ চলচ্চিত্রটির সবচেয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত। এটি হলো ফুটবলের মাধ্যমে যুদ্ধকে তুলে ধরা সম্পর্কে ইতিহাসের সবচেয়ে ভালো একটি চলচ্চিত্র।

আসলে এ চলচ্চিত্রটি ইউক্রেনের রাজধানী কিয়েভে সংঘটিত একটি সত্যিকার ঘটনার অবলম্বনে রিমেক করা হয় এবং বাস্তবে এর বীর হলেন ইউক্রেনবাসী।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040