Web bengali.cri.cn   
বসন্তের শহর খুন মিং
  2014-06-04 19:31:46  cri


প্রিয় শ্রোতা বন্ধুরা , আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান।সঙ্গে আছি আমি জান্নাতুন নাহার। বন্ধুরা গেল সপ্তাহে আমরা বেড়াতে গিয়েছিলাম চীনের উত্তরে হ পেই প্রদেশের 'পেই তায় হ' সমুদ্র সৈকতে। আজ আমরা বেড়াতে যাবো চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউন্নান প্রদেশের রাজধানী খুন্মিং শহরে। আর আজ আমাদের অনুষ্ঠানে যোগ দিবেন দু'জন বিশেষ অতিথি। তো বন্ধুরা খুন্মিং শহর সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের অতিথিদের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গেই থাকুন।

বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই আপনার জানিয়ে দিচ্ছি খুন্মিং শহরের সংক্ষিপ্ত পরিচয়।

ইউন্নান প্রদেশের রাজধানী ,খুন্মিং । এর অন্য নাম বসন্ত শহর। হ্যাঁ বন্ধুরা নাম শুনেই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন , এ শহরে সারা বছর ই যেন বসন্তকালের মতো আবহাওয়া বিরাজ করে। সারা বছরই এখানে বসন্ত কালের মতো নানা রঙবেরঙের ফুল ফোটে।আর একারনেই খুন্মিং শহরকে বলা হয় 'চির বসন্তের শহর'। এ শহরের এই চমৎকার আরামদায়ক আবহাওয়া ও নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা চলতে থাকে। এটি দেশী বিদেশী পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আর এই শহরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হওয়ায় প্রতিদিন আশেপাশের প্রতিবেশি দেশগুলো সহ পৃথিবীর নানা দেশের প্রায় ১০ হাজার পর্যটক এই শহরে বেড়াতে আসেন।

পাথর বন

২,৪০০ বছরেরও পুরনো ইতিহাস সমৃদ্ধ এই শহর এক সময় 'সিল্ক রোডের' সুবাদে হয়ে ওঠে চীনের সাথে ভারত উপমহাদেশ সহ অন্যান্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর যোগাযোগের প্রধান কেন্দ্র।তাই প্রাচীন কাল থেকেই এ শহরটি অর্থনৈতিক ,রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর।

এই শহরটিতে চীনের প্রায় ২৬ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ মিলেমিশে বসবাস করে। আর এসব নৃগোষ্ঠী গুলোর প্রত্যেকরই আছে নিজস্ব ভাষা , সংস্কৃতি ও ঐতিহ্য।তাই এখানে বেড়াতে আসলে আপনি চীনের সমৃদ্ধ সংস্কৃতির নানা দিকের সাথে পরিচিত হতে পারবেন।

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040