Web bengali.cri.cn   
লিউ চি মিং ও চাই সুং মেই দম্পতির বিশ্ব ভ্রমণ
  2014-03-26 14:22:41  cri

'ছাং নেং লিয়াং' চীনে জনপ্রিয় একটি বাক্য এবং তার অর্থ হল ইতিবাচক শক্তি। ২০১২ সালে লন্ডনে অলিম্পিক গেমস চলাকালে চীনের ইন্টারনেটে জনপ্রিয় ছিল এ বাক্য। তারপর নানা পরিস্থিতিতে এ বাক্য ব্যবহার করার কারণে এটি একটি জনপ্রিয় বাক্যে পরিণত হয়।

প্রিয়া শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা চৌ ইং ও তার দলের সঙ্গে পরিচিত হবো,কেমন? তারা ঠিক ইতিবাচক মানুষ। চীনের ফু চিয়ান প্রদেশের সিয়া মেন শহরের অধিবাসী চৌ ইং বিভিন্ন জায়গায় চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করে থাকেন। ২০০৮ সাল থেকে প্রতি বছর তিনি তাইওয়ান প্রণালীর দু'পারে এবং দুর্গত এলাকার শিশুদের জন্য বিনামূল্যে চিত্র প্রদর্শনীর আয়োজন করেন এবং এর মাধ্যমে শিশুদের মধ্যে বিনিময় প্রতিষ্ঠা করেন এবং শিশু সমস্যার ওপর দৃষ্টি রাখার জন্য আহবান জানান । চৌ ইং বলেন,

'তাইওয়ান প্রণালীর দু'পারের সাংস্কৃতিক পটভূমি ভিন্ন এবং শিশুরা এ পার্থক্য চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারে। আমরা আশা করি, এ চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা শিশুদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারি। কারণ শিশুদের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য কথা বলা বা লেখার চেয়ে চিত্র আঁকা সহজ একটি পদ্ধতি।'

২০০৮ সালে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর চৌ ইং ও তার বন্ধু গাড়ি চালিয়ে দুর্গত এলাকায় পৌঁছান। তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দুর্গত এলাকার শিশুদের মন ভাল করতে চান। চৌ ইং ও তার বন্ধু শিশুদের জন্য সংগীত রচনা করেন এবং তাদের উদ্যোগে অনেক শিল্পী ওয়েন ছুয়ান জেলায় আসেন এবং শিশুদেরকে চিত্র আঁকা বা গান গাইতে শেখান। চৌ ইং আশা করেন, তাদের প্রচেষ্টা শিশুদের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করেছে।

ওয়েন ছুয়ান থেকে ফিরে আসার পর চৌ ইং তাইওয়ান প্রণালীর দু'পারের শিশুদের জন্য চিত্র প্রদর্শনীর আয়োজ করতে চান। এ উপলক্ষে তিনি সারা চীনে শিশুদের আঁকা চিত্র সংগ্রহ করেন এবং হংকংসহ চীনের নানা শহরে ধারাবাহিকভাবে তা প্রদর্শন করেন। অবশেষে তিনি এ চিত্রগুলো নিয়ে ওয়েন ছুয়ানে আসেন। এ আয়োজনের মাধ্যমে দুর্গত এলাকা বা দূরবর্তী এলাকার শিশুদের যত্ন নেয়ার জন্য বিভিন্ন সম্প্রদায়ের প্রতি আহবান জানান চৌ ইং।

প্রথম প্রদর্শনীতে সারা চীনের ২০টিরও বেশি প্রদেশের শিশুরা তাদের আঁকা চিত্র চৌ ইংয়ের কাছে পাঠান। বর্তমানে চৌ ইং তাইপেই, পেইচিং,কুয়াং চৌ,ফুচৌ ও ওয়েন ছুয়ানসহ অনেক শহর বা অঞ্চলে প্রদর্শনী আয়োজন করছেন। যত বেশি প্রদর্শনী তত বড় প্রভাব ও আকার। চীনের রাষ্ট্রীয় পরিষদ, তাইওয়ান বিষয়ক কার্যলয়,চীনা সুং চিং লিং তহবিল,সিয়া মেন সাংস্কৃতিক বিনিময় কমিটি ও তাইওয়ান চুং হুয়া সাংস্কৃতিক উন্নয়ন কমিটিসহ নানা সংস্থার সমর্থন পেয়েছে এ প্রদর্শনী। চৌ ইং বলেন, এক একটি প্রদর্শনী আয়োজন করা সহজ নয়। তিনি শিশুদের ব্যাপারে সমর্থন করা বন্ধুদের ধন্যবাদ জানাতে চান। চৌ ইং বলেন, 'আমার অনেক বন্ধু আমাকে নিঃস্বার্থভাবে সমর্থন দেন। এ সমাজ কিভাবে পরিবর্তন হবে হোক, আমি আমার পদ্ধতির মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে চাই। সম্প্রতি কয়েক বছর আমি শিশুদের সম্পর্কিত সামাজিক সমস্যা আবিষ্কার করি এবং আমাদের উচিত্ শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত নির্মাণ করা। প্রতিটি প্রদর্শনীর নিজস্ব থিম আছে এবং এবারের থিম হল 'মেটামরফোসিস' বা রূপান্তর । 'মেটামরফোসিস' জার্মান ভাষার উপন্যাসিক এবং গল্পকার ফ্রান্জ কাফকার একটি বিখ্যাত বড় গল্প।। চৌ ইং বলেন, চিত্র প্রদর্শনী শুধু একটি পদ্ধতি এবং তিনি আশা করেন এ প্রদর্শনীর মাধ্যমে সমাজ পরিবর্তন করার দায়িত্ববোধ প্রকাশ করতে পারি। তিনি বলেন,

'চিত্র প্রদর্শনীর মাধ্যমে অনেকেই নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায়। প্রতিটি মানুষই নির্ভেজাল ছিল এবং তাদের চোখে এ বিশ্ব ছিল উজ্জ্বল। তবে আমরা বড় হওয়ার সাথে সাথে এ সৌন্দর্য দেখতে পারি না। আমি একটি দায়িত্ববোধ প্রকাশ করতে চাই, তাহলো আমাদের শিশুদের বড় হয়েও হৃদয়ের বিশুদ্ধতা বজায় রাখা উচিত্।'

চৌ ইং বলেন, শিশু সংস্কৃতি সংস্কৃতির মধ্যে সবচেয়ে সৃষ্টিশীল একটি অংশ। শৈশব সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। তিনি আশা করেন, তার প্রচেষ্টার মাধ্যমে তিনি সংস্কৃতি ও সৌন্দর্য শিশুদের কাছে প্রদান করেন এবং চিত্র কলা শিক্ষার মাধ্যমে শিশু সমস্যার ওপর সবার দৃষ্টি আকৃষ্ট হবে।

চৌ ইং বলেন, 'আশা করি আইন পেশার বন্ধুরা আমার চিত্র প্রদর্শনী দেখবে এবং শিশুদের সুরক্ষা বিষয়ক আরও বেশি আইন প্রণয়ন করবে আমাদের দেশ। যেমন প্রতি বছর চীনে ২ লাখ শিশু নিখোঁজ হয় এবং তাদের পরিবার বড় আঘাত পায়। এ বিষয়ে একটি এন্ট্রি পয়েন্ট হিসেবে আমি শিশুদের জন্য বাস্তব অবদান রাখতে চাই।'

প্রতিটি চিত্র প্রদর্শনী তাইওয়ান প্রণালীর দু'পারের শিশুদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। চীনা মূলভূভাগের শিশুদের আঁকা চিত্র প্রদর্শনীর মাধ্যমে তাইওয়ান,হংকং ও ম্যাকাওর শিশুরা চীনা শিশুদের জীবনযাপন রীতি জানতে পারে এবং তাইওয়ানের শিশুরা চীনা মূলভূভাগের সংস্কৃতি শিখতে পারে। বিশেষ করে ওয়েন ছুয়ানে অনুষ্ঠিত ওই প্রদর্শনী শিশুদের অনেক ইতিবাচক শক্তি বিশেষ করে সারা চীনে অন্যান্য শিশুদের প্রতি যত্ন এনে দেয়। সিয়ান মেন ব্যাংকের উ সি ছুন এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকের অন্যতম এবং তিনি এ আয়োজন নিয়ে অনেক প্রশংসা করেন। তার মতে, ইতিবাচক শক্তি মানে দায়িত্ববোধ। তিনি বলেন 'আমি মনে করি এ প্রদর্শনী খুব ভাল। তাইপেইতে অনুষ্ঠিত ওই প্রদর্শনীতে আমিও অংশ নেই এবং আমাকে নাড়া দেয়। এ আয়োজন বাস্তব একটি অনুষ্ঠান এবং আশা করি আরও বেশি শিশু এ প্রদর্শনী দেখার জন্য আসবে। আমরাও অব্যাহতভাবে এ প্রদর্শনীকে সমর্থন করব। আমি খুব খুশি যে, আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিশুরা কিছু করতে পারে।'

তাইওয়ান ওয়েন ছুয়াং উন্নয়ন কমিটির প্রতিনিধি লিউ ইউয়ুং ই এ চিত্র প্রদর্শনীর সাফল্য স্বীকার করেন। তার মতে, এ চিত্র প্রদর্শনী তাইওয়ান প্রণালীর দু'পারের শিশুদের বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন 'পেই চিং ও তাইওয়ানে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী এবং দিনে দিনে তা প্রভাবিত একটি প্রদর্শনীতে পরিণত হয়। আমি বিশ্বাস করি এ আয়োজনের মাধ্যমে তাইওয়ান প্রণালীর দু'পারের শিশু এবং পরিবারের মধ্যে বিনিময় বাড়বে এবং বিভিন্ন মহল শিশুদের ওপর দৃষ্টি প্রদান করবে।'


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040