Web bengali.cri.cn   
চলুন বেড়িয়ে আসি ইউরোপের দেশ স্পেন
  2014-03-26 09:46:26  cri

আলিম. স্পেনে বেড়াতে আসলে রাজধানী মাদ্রিদ যেতে হবে। তা ইউরোপের বিখ্যাত ইতিহাসিক শহরগুলোর অন্যতম। বিশ্ববিখ্যাত জাদুঘর, শিল্পকর্ম ও ইতিহাসিক পুরাকীর্তি শহরের নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। শহরে আছে ৩৬টি প্রাচীনকালের শিল্পকলা জাদুঘর, শতাধিক সাংস্কৃতিক যাদুঘর, ১৮টি লাইব্রেয়ারি এবং শতাধিক ভাস্কর্য। মাদ্রিদে বেড়াতে আসলে হাঁটাহাঁটি করতে আপনার ভালো লাগবে। কারণ বিভিন্ন রাস্তায় নানা ধরনের শিল্পকর্মের দোকান ও পুরাকীর্তি চোখে পড়ে। প্রাচ্যের প্যালেস (oriental palace) ও প্রাদো প্যালেস (prado palace) বিশ্ববিখ্যাত শিল্পকর্মের জাদুঘর। মহান অলকালা দরজা (alcala gate) অলকালা চত্বরে অবস্থিত। মোট ৫টি গোলাকৃতির দরজা নিয়ে গঠিত এ স্থাপত্য মাদ্রিদের বিখ্যাত পুরনো স্থাপত্যগুলোর অন্যতম। স্পেনের অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান ব্যাংক আলকালা রাস্তার দু'পাশে অবস্থিত। ১৭৫২ সালে নির্মিত রয়েল শিল্পকলা একাডেমীতে স্পেনের অনেক শিল্পীর আঁকা ছবি সংগৃহীত আছে। স্পেন চত্বরে আছে সার্ভেন্তেস (Cervantes) স্মৃতিসৌধ।

সুবর্ণা. মাদ্রিদ ফুটবলের জন্য বিখ্যাত। অতি জনপ্রিয় রিয়েল মাদ্রিদ এ শহরের বিখ্যাত ফুটবল দল। প্রতি বছর বিশ্বের অনেক ফুটবল ফ্যান এ দলের খেলা দেখার জন্য মাদ্রিদে বেড়াতে আসেন। বর্তমানে এই দলে খেলছেন বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। শহরে আছে ১৯৮২ সালে অনুষ্ঠিত ১২তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য নির্মিত টেলিভিশন টাওয়ার। এটি স্পেনের সবচে উঁচু স্থাপত্য। এর উচ্চতা ২২০ মিটার। তখন হাজার হাজার সাংবাদিকের সুবিধার্থে শহরের সবচে বিস্তীর্ণ রাস্তা কাস্তেইইয়ানা (castellana)-য় ১৫৬ মিটার দীর্ঘ ও ৪ মিটার বিস্তারের উড়াল ফুটপাত নির্মাণ করা হয়।

আলিম. সুন্দর দর্শনীয় স্থান ও জাদুঘর ছাড়া, মাদ্রিদের খাবারও খুবই সুস্বাদু। স্পেনের বিভিন্ন অঞ্চলের টাটকা খাবার মাদ্রিদে পাওয়া যায়। উত্তরাঞ্চলের গালিসিয়া (Galicia), বাস্কের 'পায়েছ ভিসকু' (pais vsco), ইস্ট ভেলেন্সিয়ার 'পায়েইইয়া' (east valencia's paella)-সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এ সুন্দর শহরে। মাদ্রিদের স্থানীয় অঞ্চলের সুস্বাদু খাবারও রয়েছে। 'কোসিডো ম্যায়েরাইল' (cocido maerile) বা মাদ্রিদ মাংসের সুপ, 'কাইইয়স' (callos) বা গরুর পাকস্থলী, 'সোপা দে আহো' (sopa de ajo) বা রসুনের স্যুপ, 'তরতিয়া দে পাতাতাছ' (tortilla de patatas) বা আলু ও ডিমের প্যানকেক ইত্যাদি। তা ছাড়া, মাদ্রিদের লোকরা সবসময় 'বারটোলিয়স' (bartollios), 'বারকুইলোছ' (barquillos), 'মামাপান' (mazapan) নামক ক্রিমসহ মাংসের রুটি, ডিম রোল এবং মিষ্টি কেক ইত্যাদি খেতে পছন্দ করে।

সুবর্ণা. সুস্বাদু খাবার ছাড়া মাদ্রিদে নানা ধরনের দ্রব্য, জুতা ও অলংকার পাওয়া যায়। কালা আলমিলানতে (kale almilante) এবং কালা কনদে দে সিকুয়ানা (kale konde de xiquena) রাস্তায় স্পেনের জনপ্রিয় ও বিখ্যাত ডিজাইনারের দোকান দেখা যায়। আপনারা সেখান থেকে বৈশিষ্ট্যময় পণ্যদ্রব্য ও হস্তশিল্পকর্ম খুঁজে পেতে পারেন। প্রতি বছরের মে মাসে মাদ্রিদে বই মেলা আয়োজিত হয়। 'পাসেও দে লেকলেটস' (paseo de lekoletos) রাস্তায় পুরনো বই মেলা প্রতি বছরের মে মাসের শুরুতে আয়োজিত হয়। সেখান থেকে নানা ধরনের পুরনো বই পাওয়া যায় এবং দামও অনেক সস্তা। সময় পেলে আপনারা সেখানে ঘুড়ে বেড়াতে পারেন।

(সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040