Web bengali.cri.cn   
ফোং সিও কাংয়ের সঙ্গে সংলাপ
  2014-03-13 13:23:39  cri

চীনামাটি ও কারুশিল্প বিষয়ক বিশেষজ্ঞ jan stuart জ্যান স্টুয়ার্ট চলচ্চিত্রে এমন ধরনের হৃদয়ানুভূতিতে আকৃষ্ট হন। তিনি বলেন,

'আমি মনে করি, চলচ্চিত্র এমন একটি পদ্ধতি, এতে সবাই মানবতা প্রকাশ এবং অনুধাবন করতে সক্ষম। এটি হলো একে অপরের মধ্যে সমঝোতা ও বিনিময় করার একটি চ্যানেল। ফোং সিও কাং একজন শ্রেষ্ঠ পরিচালক।'

প্রিয় শ্রোতা, আপনার এখন যে গানটি শুনছেন তা হলো 'If You Are the One' ইফ ইউ আর দ্যা ওয়ান ছবির একটি গান।

সংলাপের পর ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের উদ্যোগে 'Back to 1942 ব্যাক টু ১৯৪২' নামে ফোং সিও কাংয়ের চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ চলচ্চিত্রটি পরিচয় করিয়ে দেওয়ার সময় ফোং সিও কাং বলেন, সম্ভবত অনেক দর্শক বুঝতে পারেন না, কেন আমি এত বিশাল পুঁজি ও শক্তি দিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণ করেছি, যাতে মানুষের অন্ধকার জগতটকে উদ্ঘাটন করা হয়। তবে বর্তমানে চীনে আমাদেরকে সত্যিকারভাবে আত্মসমালোচনা করতে হবে। ভাবতে হবে জনগণের বস্তুগত সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা কি কি হারিয়েছি? ফোং সিও কাং আরো বলেন,

'অনেকে জিজ্ঞাস করেছেন, আমরা কি হারিয়েছি? আমাদের কি সমস্যা হয়েছে? আমার 'ব্যাক টু ১৯৪২' ছবি শুটিং করার লক্ষ্য হলো এই চলচ্চিত্রে সেই সব প্রশ্নের উত্তর পাওয়া।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040