Web bengali.cri.cn   
ফোং সিও কাংয়ের সঙ্গে সংলাপ
  2014-03-13 13:23:39  cri



আজকের অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই ভারতের একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাবো। ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালী লিসনার্স ক্লাবের মহঃ হাফিজুর রহমান তাঁর ইমেইলে লিখেছেন,

"আলোছায়া" ,

লিলি লাবণ্য আপু,

প্রথমেই আন্তরিক সালাম জানাই। সেইসাথে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

সিআরআইয়ের বাংলা বিভাগের প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লিলি লাবণ্য আপুর পরিবেশনায় আলোছায়া হচ্ছে চলচ্চিত্রবিষয়ক একটি সুন্দর, আকর্ষনীয় ও উপভোগ্য অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমরা চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের প্রধান বিষয়, প্রধান চরিত্রদের কথোপকথন এবং সুন্দর সঙ্গীত শুনতে পাই। ২০ ফেব্রুয়ারী 'টার্ন লেফট, টার্ন রাইট' শিরোনামে চীনের একটি চলচ্চিত্রের সাথে পরিচিত হলাম। খুবই ভালো ছিল পরিবেশনাটি। 'টার্ন লেফট, টার্ন রাইট' হচ্ছে চীনের তাইওয়ানের কার্টুনিস্ট চি মি'র একটি বিখ্যাত কার্টুন বই। এ বইটিতে একই শহরে প্রতিবেশি হিসেবে বসবাস করা একজন পুরুষ এবং একজন মহিলার প্রেমের গল্প বর্ণনা করা হয়।

যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন, এ চলচ্চিত্রের প্রধান পুরুষ ও মহিলা চরিত্রের মতো অবশেষে তাদের মিলন হবে এবং চিরদিন সুখেশান্তিতে জীবন কাটাবেন।

'পাসিং', 'খুবই কাছাকাছি তবু এত দূর', 'ফোন নম্বর বিনিময়' শিরোনামে গান এবং 'টার্ন লেফট, টার্ন রাইট' চলচ্চিত্রের থিম সঙ্গীত দারুন ভাবে উপভোগ করলাম।

লিলি লাবণ্য আপুকে ধন্যবাদ সুন্দর ও আকর্ষনীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য।

আপনাদের অনেক অনেক সুখী জীবন আর সুস্বাস্থ্য কামনা করি । ভালো থাকবেন , সুন্দর ও সুস্থ থাকবেন ।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040