সুবর্ণা. অ্যাঙ্কর ওয়াত এলাকার অনেক পাথর মন্দির অনেক উঁচু স্থানে অবস্থিত। সেখানে উঠতে গেলে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। জুতা বাছাই করতে হবে এমনভাবে যেন পাহাড়ে উঠতে তেমন কষ্ট না হয়। এ ছাড়া, আপনারা জানেন, গ্রীষ্মমন্ডলীয় এলাকার আবহাওয়া খুবই গরম এবং মশাও অনেক বেশি। নিবিড় বনে প্রবেশ করার আগে তাই মশা প্রতিরোধক ওষুধ নিয়ে যেতে হবে। হোটেল থেকে বেশি দূরের মন্দির পরিদর্শন করতে যেতে হলে সঙ্গে যথেষ্ট খাবার ও পানি নিয়ে নেবেন। বেড়ানোর সময় আপনি সহজেই পাবেন স্থানীয় অঞ্চলের গাইড। তাদেরকে দৈনিক প্রায় ২৫ মার্কিন ডলার দিতে হবে। গাড়ি ভাড়া করতে পারেন দৈনিক হিসেবে; খরচ পড়বে প্রায় ১৫ মার্কিন ডলার।
আলিম.আচ্ছা, অ্যাঙ্কর ওয়াতের পরিচয় দেয়ার পর এখন শ্রোতাদের চিঠি পড়ে শোনানোর পালা।
আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের খুলনার সি আর আই সাউথ এশিয়া রেডিও ক্লাবের মিঠুন কান্তি রায়। তিনি লিখেছেন:
প্রিয় ভাইয়া ও আপু,
আমি বর্তমানে সি আর আই-এর সব অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছি; 'চলুন বেড়িয়ে আসি' তার মধ্যে অন্যতম। আমি এ অনুষ্ঠানের মাধ্যমে নেপাল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আশা করি জানাবেন। অপেক্ষায় রইলাম আর কথা দিলাম
নিয়মিত লিখব। যাই চিয়ান।
সুবর্ণা: ভাই, মিঠুন, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো।
আলিম: পরের চিঠি লিখেছেন বাংলাদেশের রাজশাহী জেলার এনামুল হক। তিনি লিখেছেন:
সুপ্রিয়, সুবর্না আপু ও আলিম ভাই; CRI বাংলা পরিবারের সবার প্রতি 'বসন্ত উত্সবের' শুভেচ্ছা রইল। আশা রাখি আপনারা সবাই ভাল আছেন। আমি CRI বাংলা বিভাগের যে অনুষ্ঠানগুলো নিয়মিত শুনি 'চলুন বেড়িয়ে আসি' তাদের অন্যতম। আপনাদের মিষ্টি ও সুললিত কন্ঠের উপস্থাপনা আমার খুবই ভাল লাগে। ০৫, ফেব্রুয়ারির অনুষ্ঠানে-"মিয়ানমারে চলুন বেড়িয়ে আসি" শিরোনামের প্রতিবেদন শুনলাম। এ প্রতিবেদন থেকে বাংলাদেশের প্রতিবেশী ও হাজার মুর্তির দেশ-মিয়ানমার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। বৌদ্ধ ভিক্ষু, তাদের ধর্ম, রীতিনীতি, খাবার ইত্যাদি সম্পর্কিত মুল্যবান তথ্য জানতে পেরে খুব ভাল লাগলো। নতুন বছরে 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠান আরও বিকশিত হোক এ কামনা করছি। এ ছাড়া CRI বাংলা বিভাগ থেকে প্রকাশিত 'পুবের জানালা' পত্রিকা আমার জন্য পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
সুবর্ণা. বন্ধু এনামুল, আপনার চিঠি ও মতামতের জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা সামনের দিনগুলোতে আরো ভালো অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হবো বলে আশা করি।
(সুবর্ণা/আলিম)