Web bengali.cri.cn   
চীন-আলজেরিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত
  2014-02-24 20:10:19  cri

ফেব্রুয়ারি ২৪: চীন আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নিরবিচ্ছিন্নভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য দেশটির সাথে যৌথভাবে প্রচেষ্টা চালাতে চায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং সোমবার পেইচিংয়ে একথা বলেন।

এদিন দু'দেশ 'চীন-আলজেরিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত যৌথ ইস্তাহার' প্রকাশ করে এবং আনুষ্ঠানিকভাবে দু'দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা ঘোষণা করে।

এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, এটা হচ্ছে চীন ও কোনো আরব দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রথম সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক। এ থেকে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে দু'দেশের সম্পর্কের গুরুত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপকতা, গভীরতা ও উচ্চতা।

হুয়া ছুন ইং বলেন, "চীন আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন এ নতুন সূচনার ভিত্তিতে আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, চীন ও আলজেরিয়ার সম্পর্কোন্নয়ন অবশ্যই চীন এবং অনেক আরব ও আফ্রিকান দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাবে।" (ইয়ু/এসআর)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040