Web bengali.cri.cn   
নিকটবর্তী দেশগুলোকে তিনটি গুরুত্বপূর্ণ সুযোগ দেবে; চীন: ওয়াং ঈ
  2014-01-17 17:40:29  cri

জানুয়ারি ১৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ বৃহস্পতিবার পেইচিংয়ে বলেন যে, ২০১৪ সালে চীন তার নিকটবর্তী দেশগুলোকে তথা গোটা অঞ্চলকে 'চীনের সংস্কার', 'চীনের প্রস্তাব' ও 'চীনকে নিজেদের মাঠ হিসেবে' ব্যবহার করার মত তিনটি গুরুত্বপূর্ণ সুযোগ দিবে।

এ দিন ওয়াং ঈ চীন সফররত মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এনখবোল্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ওয়াং ঈ বলেন, পৃথিবীতে চীনের সাথে প্রতিবেশী দেশের সংখ্যা সবচেয়ে বেশি। চীন সবসময় নিকটবর্তী পররাষ্ট্রকে প্রাধান্য দিয়ে আসছে ।

গত বছর চীন প্রথম বারের মত নিকটবর্তী পররাষ্ট্র বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন আরো আন্তরিক ও সহিষ্ণতার সাথে নিকটবর্তী দেশগুলোর সাথে থাকবে। পারস্পরিক উন্নয়নমূলক সহযোগিতাকে আরো গভীর করার মাধ্যমে নিকটবর্তী দেশগুলোর পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ আবেগকে জোরদার করবে, নিরন্তরভাবে নিকটবর্তী দেশ ও জনগণের জন্য বাস্তব উপকার বয়ে আনবে। ২০১৪ সালে চীন নিকটবর্তী দেশ তথা গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ বয়ে আনবে।

ওয়াং ঈ আরো বলেন, ঐতিহাসিক কারণে চীন এবং সংশ্লিষ্ট প্রতিবেশী দেশগুলোর মধ্যে কিছু বিবাদ ও সমস্যা রয়েছে। চীন তার দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার পূর্বশর্তে সদিচ্ছা ও আন্তরিক মনোভাব নিয়ে অব্যাহতভাবে সংলাপ ও আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে এ অত্র এলাকার সমস্যা সমাধান করবে। কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা, আফগানিস্তানসহ নানা আঞ্চলিক আলোচিত ব্যাপারে চীন অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। (ইয়ু/টুটুল)

মন্তব্য
লিঙ্ক