Web bengali.cri.cn   
ওয়ান্স
  2014-02-13 16:22:01  cri

একদিন এই গায়কের এই শহরের ব্যস্তততম একজন চেক মহিলার সঙ্গে পরিচয় হয়। মহিলা একা এবং তিনি একজন মা। নিজের বৃদ্ধ মা এবং নিজের ছোট মেয়ের যত্ন নেয়ার জন্য তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। তাঁর একমাত্র আনন্দ হলো পিয়ানো বাজানো এবং সঙ্গীত রচনা করা।

তবে পিয়ানো খুব দামী বলে প্রতিদিন তিনি পিয়ানোর দোকানে যেতেন এবং দোকানদারের অনুমোতি নিয়ে সেখানে কিছুক্ষণ পিয়ানো বাজাতেন ।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'if you want me' 'ইফ ইউ ওয়ান্ট মি'।

হঠাত একদিন রাস্তায় তরুণ গায়ক মহিলার সঙ্গে দেখা করলেন। মহিলা গায়কের গানের পিছনের গল্প শুনতে পেলেন এবং নিজের সঙ্গীতের প্রতি সেই মহিলার প্রতিক্রিয়ায় গায়ক গভীরভাবে মুগ্ধ হলেন।

আস্তে আস্তে গায়ক এবং মহিলা পরস্পরকে নিজের মনের কথাগুলো বলতে লাগলেন। গায়ক মহিলাকে বললেন, তাঁর সাবেক মেয়েবন্ধু তাঁকে ছেড়ে একাএকা লন্ডনে চলে গেছে। মহিলা গায়কের কাছে তাঁর জীবনের ঘটনাগুলো বললেন। তবে সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার কারণে জীবনের প্রতি তাঁর সবসময়ই একরকম উদ্দীপনা এবং আস্থা ছিল।

তরুণ গায়ক এবং মহিলা যৌথভাবে সঙ্গীত রচনা করতে শুরু করলেন। তাঁদের দু'জনের অনুরোধে রাস্তার অন্য কয়েক জন মিলে 'পথের নায়ক' নামে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করলেন। তাঁরা একসাথে একটি অ্যালবাম রেকর্ড করলেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040