Web bengali.cri.cn   
ওয়ান্স
  2014-02-13 16:22:01  cri


বাংলাদেশের নওগাঁ জেলার মরছুলা গার্লস হাই স্কুলের মো: তাসলিম উদ্দিন (রকেট) তাঁর ইমেইলে লিখেন, I Am very happy to you for your good programme and strong signal.everyday i listen your enjoyable and informative programmes .

HOW MANY FILM STUDIO IN YOUR COUNTRY?

আচ্ছা, এখন আমি শ্রোতা তাসলিমের এই প্রশ্নের উত্তর দেবো।

চীনের জাতীয় পর্যায়ের film studio ফিল্ম স্টুডিওয়ের মধ্যে রয়েছে: পেইচিং ফিল্ম স্টুডিও, শাংহাই ফিল্ম স্টুডিও, সি'আন ফিল্ম স্টুডিও, চুচিয়াং ফিল্ম স্টুডিও, বা'ই ফিল্ম স্টুডিও, এ'মেই ফিল্ম স্টুডিও, ছাং ছুন ফিল্ম স্টুডিও এবং সিও সিয়াং ফিল্ম স্টুডিও প্রভৃতি। তা ছাড়া, প্রত্যেক প্রদেশেরই নিজেদের ফিল্ম স্টুডিও আছে, যেমন ইউননান ফিল্ম স্টুডিও, হুপেই ফিল্ম স্টুডিও প্রভৃতি। এসব প্রাদেশিক পর্যায়ের ফিল্ম স্টুডিও যার যার প্রদেশের নামে নামকরণ করা হয়। এসব প্রাদেশিক পর্যায়ের ফিল্ম স্টুডিও চীনের সাংস্কৃতিক বিপ্লবের শেষ দিকে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এসব প্রাদেশিক পর্যায়ের ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠার লক্ষ্য ছিল রাজনৈতিক প্রচারণা এবং তারা কোনো চলচ্চিত্র নির্মাণ করতো না। তারপর সংস্কার চালু হওয়ার পর আঞ্চলিক ফিল্ম স্টুডিওগুলো ছবি তৈরি করে সারা দেশে প্রচার করতে থাকে। এসব আঞ্চলিক ফিল্ম স্টুডিওয়ের মধ্যে কোনো কোনোটি খুব বিখ্যাত, যেমন কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের ফিল্ম স্টুডিও। বলা যায়, চীনের ফিল্ম স্টুডিওয়ের সংখ্যা অনেক বেশি এবং এই সংখ্যা প্রায় এক শ'রও বেশি।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040