Web bengali.cri.cn   
পাঠ-১২৩ বিমান টিকিট কেনা (৩)
  2014-09-15 19:05:45  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।

*****

ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা বিমান টিকিট কেনা সংক্রান্ত বেশ কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়েছি। আরো শিখিয়েছি, 'আপনি কত তারিখের টিকিট বুকিং করতে চান', এর চীনা ভাষা। তৌহিদ, বাক্যটির চীনা ভাষা মনে আছে কি?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'নিন ইয়াও তিং চি হাও ত্য চি ফিয়াও'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'নিন ইয়াও তিং চি হাও ত্য চি ফিয়াও'। আজকের ক্লাসে আমরা বিমান টিকিট কেনা সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:您(nín)的(de)航(háng)班(bān)号(hào)是(shì)MU2036。

ক: নিন ত্য হাং পান হাও শি এমইউ আর লিং সান লিউ।

B:好(hǎo)的(de)。

খ: হাও ত্য।

A:在(zài)昆(kūn)明(míng)转(zhuǎn)机(jī)。

ক: জাই খুন মিং চুয়ান চি।

**********

ক: আপনার ফ্লাইট নম্বর হলো এমইউ ২০৩৬, এর চীনা ভাষা হল 'নিন ত্য হাং পান হাও শি এমইউ আর লিং সান লিউ'। ফ্লাইট নম্বর, চীনা ভাষায় বলা হয় 'হাং পান হাও', 'হাং পান'-ফ্লাইট, 'হাও'-নম্বর। এমইউ ২০৩৬, চীনা ভাষায় বলা হয় 'এম ইউ আর লিং সান লিউ'। আপনার, চীনা ভাষায় বলা হয় 'নিন ত্য'। হওয়া, হচ্ছে বা হল, চীনা ভাষায় বলা হয় 'শি'। আপনার ফ্লাইট নম্বর হলো এমইউ ২০৩৬, এর চীনা ভাষা হল 'নিন ত্য হাং পান হাও শি এমইউ আর লিং সান লিউ'।

খ: আপনার ফ্লাইট নম্বর হল এমইউ ২০৩৬, এর চীনা ভাষা হল 'নিন ত্য হাং পান হাও শি এমইউ আর লিং সান লিউ'। 'নিন ত্য' মানে আপনার। 'হাং পান হাও' মানে ফ্লাইট নম্বর। 'শি' মানে হওয়া, হচ্ছে বা হল। 'এমইউ আর লিং সান লিউ' মান এমইউ২০৩৬।

ক: সংখ্যা নিয়ে আমরা আরেক বার পর্যালোচনা করি। শূন্য-লিং, এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ।

খ: শূন্য-লিং, এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ।

ক: ছয়-লিউ, সাত-ছি, আট-পা, নয়-চিউ, দশ-শি।

খ: ছয়-লিউ, সাত-ছি, আট-পা, নয়-চিউ, দশ-শি।

ক: আর বিশ হল দুটি দশ, 'আর শি'।

খ: হ্যাঁ, আর একত্রিশ হল 'তিনটি দশ এক', 'সান শি ই'।

ক: ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে পেইচিং থেকে ঢাকায় যাওয়ার পথে খুন মিংয়ে ট্রান্সফার করতে হয়, এর চীনা ভাষা হল 'জাই খুনমিং চুয়ান চি'। ট্রান্সফার করা, চীনা ভাষায় বলা হয় 'চুয়ান চি'। খুন মিংয়ে, চীনা ভাষায় বলা হয় 'জাই খুন মিং'। খুনমিংয়ে ট্রান্সফার করতে হয়, চীনা ভাষায় বলা হয় 'জাই খুন মিং চুয়ান চি'।

খ: খুনমিংয়ে ট্রান্সফার করতে হয়, চীনা ভাষায় বলা হয় 'জাই খুন মিং চুয়ান চি'। 'জাই' মানে য় বা তে, ইংরেজি at এর মতো। 'চুয়ান চি' মানে বিমান বদলে যাওয়া, ট্রান্সফার করা। খুনমিংয়ে ট্রান্সফার করতে হয়, চীনা ভাষায় বলা হয় 'জাই খুন মিং চুয়ান চি'।

ক: তৌহিদ, তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ আমরা আরেক বার চর্চা করি?

খ: অবশ্যই।

ক: 'নিন ত্য' মানে আপনার।

খ: 'নিন ত্য'।

ক: 'হাং পান হাও' মানে ফ্লাইট নম্বর।

খ: 'হাং পান হাও'।

ক: 'জাই খুনমিং' মানে খুনমিংয়ে।

খ: 'জাই খুন মিং'।

ক: 'চুয়ান চি' মানে ট্রান্সফার করা।

খ: 'চুয়ান চি'।

******প্রধান প্রধান বাক্য

A:您(nín)的(de)航(háng)班(bān)号(hào)是(shì)MU2036。

ক: নিন ত্য হাং পান হাও শি এমইউ আর লিং সান লিউ।

B:好(hǎo)的(de)。

খ: হাও ত্য।

A:在(zài)昆(kūn)明(míng)转(zhuǎn)机(jī)。

ক: জাই খুন মিং চুয়ান চি।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'আপনার ফ্লাইট নম্বর হল এমইউ ২০৩৬' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আপনার ফ্লাইট নম্বর হল এমইউ ২০৩৬' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক