Web bengali.cri.cn   
পাঠ-১১৯ পাসপোর্ট ও ভিসা (২)
  2014-08-20 15:30:44  cri

ক: বাংলায় শিখুন চীনা ভাষা। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম'শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি মোহাম্মদ তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।

*****

ক: তৌহিদ, গত ক্লাসে আমরা পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বেশ কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়েছি। আরো শিখিয়েছি, 'আপনার পাসপোর্ট আছে', এর চীনা ভাষা। তৌহিদ, বাক্যটির চীনা ভাষা মনে আছে কি?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'নিন ইয়ৌ হু জাও মা'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'নিন ইয়ৌ হু জাও মা'। তৌহিদ আপনার ভিসার মেয়াদ শেষ হলে কিভাবে মেয়াদ বাড়াতে হয়, তা কি জানেন?

খ: চীনে থাকতে হলে তা জানা খুবই জরুরী।

ক: আজকের ক্লাসে আমরা ভিসার মেয়াদ বাড়ানো সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?

খ: তাহলে তো খুব ভাল হয়। আসুন, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:我(wǒ)的(de)签证(qiānzhèng)快(kuài)到期(dàoqī)了(le)。

ক: ওয়া ত্য ছিয়ান জেং খুয়াই তাও ছি ল্য।

B:您(nín)需要(xūyào)办(bàn)延期(yánqī)手续(shǒuxù)。

খ: নিন সুই ইয়াও পান ইয়ান ছি শৌ সুই।

A:去(qù)哪里(nǎlǐ)办(bàn)?

ক: ছুই না লি পান?

B:出入境(chūrùjìng)管理局(guǎnlǐjú)。

খ: ছু রু চিং কুয়ান লি চ্যুই।

**********

ক: আমার ভিসার মেয়াদ প্রায় শেষ, তার চীনা ভাষা হল 'ওয়া ত্য ছিয়ান জেং খুয়াই তাও ছি ল্য'। ভিসা'র চীনা ভাষা গত ক্লাসে আমরা শিখিয়েছি, তা হল 'ছিয়ান জেং'। আমার ভিসা, 'ওয়া ত্য ছিয়ান জেং'। মেয়াদ শেষ, চীনা ভাষায় বলা হয় 'তাও ছি'। মেয়াদ প্রায় শেষ, চীনা ভাষায় বলা হয় 'খুয়াই তাও ছি ল্য'। আমার ভিসার মেয়াদ প্রায় শেষ, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ত্য ছিয়ান জেং খুয়াই তাও ছি ল্য'।

খ: 'ওয়া ত্য ছিয়ান জেং খুয়াই তাও ছি ল্য', আমার ভিসার মেয়াদ প্রায় শেষ। ভিসা, চীনা ভাষায় বলা হয় 'ছিয়ান জেং'। আমার ভিসা, 'ওয়া ত্য ছিয়ান জেং'। মেয়াদ শেষ, চীনা ভাষায় বলা হয় 'তাও ছি'। মেয়াদ প্রায় শেষ, চীনা ভাষায় বলা হয় 'খুয়াই তাও ছি ল্য'। আমার ভিসার মেয়াদ প্রায় শেষ, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ত্য ছিয়ান জেং খুয়াই তাও ছি ল্য'।

ক: আপনার ভিসার মেয়াদ বাড়ানো দরকার, চীনা ভাষায় বলা হয় 'নিন সুই ইয়াও পান ইয়ান ছি শৌ সুই'। মেয়াদ বাড়ানো, চীনা ভাষায় বলা হয় 'ইয়ান ছি'। 'ছি' মানে মেয়াদ, 'ইয়ান' মানে বাড়ানো, 'তাও' মানে শেষ, তাই 'ইয়ান ছি' মানে মেয়াদ বাড়ানো, আর 'তাও ছি' মানে মেয়াদ শেষ। প্রক্রিয়া, চীনা ভাষায় বলা হয় 'শৌ সুই'। বাড়ানোর প্রক্রিয়া, চীনা ভাষায় বলা হয় 'ইয়ান ছি শৌ সুই'। আপনার দরকার, চীনা ভাষায় বলা হয় 'নিন সুই ইয়াও', 'সুই ইয়াও' মানে দরকার বা প্রয়োজন। ব্যবস্থা করা, চীনা ভাষায় বলা হয় 'পান'। আপনার ভিসার মেয়াদ বাড়ানো দরকার, চীনা ভাষায় বলা হয় 'নিন সুই ইয়াও পান ইয়ান ছি শৌ সুই'।

খ: আপনার ভিসার মেয়াদ বাড়ানো দরকার, চীনা ভাষায় বলা হয় 'নিন সুই ইয়াও পান ইয়ান ছি শৌ সুই'। মেয়াদ বাড়ানো, চীনা ভাষায় বলা হয় 'ইয়ান ছি'। 'ছি' মানে মেয়াদ, 'ইয়ান' মানে বাড়ানো, 'তাও' মানে শেষ, তাই 'ইয়ান ছি' মানে মেয়াদ বাড়ানো, আর 'তাও ছি' মানে মেয়াদ শেষ। প্রক্রিয়া, চীনা ভাষায় বলা হয় 'শৌ সুই'। বাড়ানোর প্রক্রিয়া, চীনা ভাষায় বলা হয় 'ইয়ান ছি শৌ সুই'। আপনার দরকার, চীনা ভাষায় বলা হয় 'নিন সুই ইয়াও', 'সুই ইয়াও' মানে দরকার বা প্রয়োজন। ব্যবস্থা করা, চীনা ভাষায় বলা হয় 'পান'। আপনার ভিসার মেয়াদ বাড়ানো দরকার, চীনা ভাষায় বলা হয় 'নিন সুই ইয়াও পান ইয়ান ছি শৌ সুই'।

ক: কোথায় গিয়ে ব্যবস্থা করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'ছুই না লি পান'। 'ছুই' মানে যাওয়া। 'না লি' মানে কোথায়। 'পান' মানে ব্যবস্থা করা। কোথায় গিয়ে ব্যবস্থা করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'ছুই না লি পান'।

খ: কোথায় গিয়ে ব্যবস্থা করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'ছুই না লি পান'। 'ছুই' মানে যাওয়া। 'না লি' মানে কোথায়। 'পান' মানে ব্যবস্থা করা। কোথায় গিয়ে ব্যবস্থা করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'ছুই না লি পান'।

ক: প্রবেশ ও বাহির সংক্রান্ত ব্যুরো, চীনা ভাষায় বলা হয় 'ছু রু চিং কুয়ান লি চ্যুই'। প্রবেশ, চীনা ভাষা বলা হয় 'রু'। বাহির, চীনা ভাষায় বলা হয় 'ছু'। 'চিং' মানে সীমান্ত। 'কুয়ান লি' মানে ব্যবস্থাপনা। 'চ্যুই' মানে ব্যুরো। প্রবেশ ও বাহির সংক্রান্ত ব্যুরো, চীনা ভাষায় বলা হয় 'ছু রু চিং কুয়ান লি চ্যুই'।

খ: প্রবেশ ও বাহির সংক্রান্ত ব্যুরো, চীনা ভাষায় বলা হয় 'ছু রু চিং কুয়ান লি চ্যুই'। প্রবেশ, চীনা ভাষা বলা হয় 'রু'। বাহির, চীনা ভাষায় বলা হয় 'ছু'। 'চিং' মানে সীমান্ত। 'কুয়ান লি' মানে ব্যবস্থাপনা। 'চ্যুই' মানে ব্যুরো। প্রবেশ ও বাহির সংক্রান্ত ব্যুরো, চীনা ভাষায় বলা হয় 'ছু রু চিং কুয়ান লি চ্যুই'।

ক: আচ্ছা, তৌহিদ, এখন আজকের শব্দগুলো আমরা আরেকবার চর্চা করি। কেমন?

খ: অবশ্যই।

ক: 'ওয়া ত্য ছিয়ান জেং' মানে আমার ভিসা।

খ: 'ওয়া ত্য ছিয়ান জেং'।

ক: 'খুয়াই তাও ছি ল্য' মানে মেয়াদ প্রায় শেষ।

খ: 'খুয়াই তাও ছি ল্য'।

ক: 'নিন সুই ইয়াও' মানে আপনার দরকার।

খ: 'নিন সুই ইয়াও'।

ক: 'পান' মানে ব্যবস্থা করা।

খ: 'পান'।

ক: 'ইয়ান ছি' মানে মেয়াদ বিলম্ব করা।

খ: 'ইয়ান ছি'।

ক: 'শৌ সুই' মানে প্রক্রিয়া।

খ: 'শৌ সুই'।

ক: 'ছুই না লি পান' মানে কোথায় গিয়ে ব্যবস্থা করা।

খ: 'ছুই না লি পান'।

ক: 'ছু রু চিং' মানে সীমান্ত প্রবেশ ও বাহির।

খ: 'ছু রু চিং'।

ক: 'কুয়ান লি চ্যুই' মানে ব্যবস্থাপনা ব্যুরো।

খ: 'কুয়ান লি চ্যুই'।

******প্রধান প্রধান বাক্য

A:我(wǒ)的(de)签证(qiānzhèng)快(kuài)到期(dàoqī)了(le)。

ক: ওয়া ত্য ছিয়ান জেং খুয়াই তাও ছি ল্য।

B:您(nín)需要(xūyào)办(bàn)延期(yánqī)手续(shǒuxù)。

খ: নিন সুই ইয়াও পান ইয়ান ছি শৌ সুই।

A:去(qù)哪里(nǎlǐ)办(bàn)?

ক: ছুই না লি পান?

B:出入境(chūrùjìng)管理局(guǎnlǐjú)。

খ: ছু রু চিং কুয়ান লি চ্যুই।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'আমার ভিসার মেয়াদ প্রায় শেষ।' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আমার ভিসার মেয়াদ প্রায় শেষ' চীনা ভাষায় কিভাবে বলা হয়? জানা থাকলে আমাদের ই-মেইলে উত্তর পাঠাতে পারেন। আমাদের দুটো ইমেইল ঠিকানা হল: yangweiming@cri.com.cn, আর ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পাবেন কিছু ছোট্ট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক