Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: চীনা চলচ্চিত্রের অস্কার - চিন চি চিয়াং
  2013-10-09 18:18:48  cri

সুপ্রিয় শ্রোতা, আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে চীনে চলচ্চিত্র ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার - চিন চি চিয়াং, অর্থাত্ 'স্বর্ণবর্ণ মোরগ' সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

চীনের চলচ্চিত্র সমিতির উদ্যোগে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত পুরস্কার - চিন চি চিয়াং অর্থাত্ 'স্বর্ণবর্ণ মোরগ' পুরস্কার। ১৯৮১ সাল ছিল চীনের মোরগ বর্ষ। তাছাড়া মোরগ ভোরে উঠে সূর্যের দিকে কক-কক করে ডাকে। এ পুরস্কারে চলচ্চিত্র শিল্পীদের মোরগের মতো পরিশ্রম করে জনগণের জন্য বেশি বেশি চমত্কার ছায়াছবি তৈরি করার প্রত্যাশা রয়েছে। এ পুরস্কার প্রতিবছর একবার বিতরণ করা হয়।

২০১৩ সালের 'স্বর্ণবর্ণ মোরগ' পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে মধ্য চীনের উ হান শহরে অনুষ্ঠিত হয়।

এবারের অনুষ্ঠানে কয়েকটি চলচ্চিত্র জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি হল চীনের সুবিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেং শিয়াও কাংয়ের '১৯৪২', যেটির ইংরেজি নাম 'Untitled Remembering 1942 Project'। এতে ১৯৪২ সালে জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধের সময় চীনের হ্য নান প্রদেশে সংঘটিত দুর্ভিক্ষে বিভিন্ন শ্রেণীর মানুষের অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়। আরেকটি দৃষ্টি আকর্ষণীয় ছবি হল হংকংয়ের পরিচালক ছেন খ্য শিন-পিটার ছানের 'জুং কুও হ্য হুও রেন', যেটির ইংরেজি নাম 'American Dreams in China'। এতে গত আশির দশক থেকে তিনজন যুবকদের অভিন্ন স্বপ্ন এবং বিভিন্ন কষ্ট অতিক্রম করে অবশেষে তাদের সাফল্য অর্জনের কাহিনী বর্ণিত হয়েছে। এ ছবিতে এ প্রজন্মের মানুষদের যৌবনের স্বপ্ন প্রতিভাত হয়েছে, তাই এটি এত জনপ্রিয়তা পায়।

আরেকটি ছবির নাম উল্লেখ করতেই হয় এখানে। বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে জাও ওয়েই (Vicki Zhao) একজন। এবার তাঁর নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র 'জি ছিং ছুন', ইংরেজি নাম 'So Young' পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। এতেও কয়েকজন যুবকের স্বপ্ন, প্রেম এবং নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে তাদের সংগ্রামের গল্প বর্ণিত হয়েছে, যেটি চলচ্চিত্রপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন চীনের চলচ্চিত্র পুরস্কার - চিন চি চিয়াং সম্পর্কিত কিছু তথ্য। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক