Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: প্রাচীনকালে চীনের ফুটবল-ছু চিউই
  2013-07-17 14:49:10  cri

সুপ্রিয় শ্রোতা, ফুটবল হলো সারা বিশ্বের খুব জনপ্রিয় খেলা। আধুনিক ফুটবল খেলার জন্ম যুক্তরাজ্যে, বারো শ' শতাব্দীতে। কিন্তু আপনারা হয়তো জানেন না, চীনেও প্রাচীনকালে ফুটবল খেলা ছিল। আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে আপনাদের চীনের ফুটবল খেলা সম্পর্কিত কিছু তথ্য জানাবো আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

প্রাচীনকালে চীনে যে ফুটবল খেলা ছিল, তার নাম ছিল 'ছু চিউই'। 'ছু' মানে পদাঘাত বা চাট, 'চিউই' মানে বল। অবশ্য আধুনিক চীনা ভাষায় এখন 'ফুটবল'কে বলা হয় 'জু ছিউ', 'জু' মানে পা, 'ছিউ' মানে বল।

আজ থেকে ২৩০০ বছর আগে, ছি রাজ্যে 'ছু চিউই' খেলার প্রচলন ছিল। তখনকার বল চামড়া দিয়ে তৈরি হতো এবং ভেতরটা পূরণ করা হতো তুলা বা চুল দিয়ে। থাং ও সুং রাজবংশের সময় 'ছু চিউই' আরো জনপ্রিয় হয়ে ওঠে।

প্রথম দিকে ফুটবল সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের একটি পদ্ধতি ছিল। প্রতি দলে ৬ জন সদস্য থাকতো এবং খেলার সময় ধাক্কা দেওয়া ও ফেলে দেওয়া যেত। সে সময় এ খেলা সৈনিকদের সাহস ও শারীরিক শক্তি বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম ছিল। তারপর আস্তে আস্তে রাজপ্রাসাদ থেকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে ফুটবল খেলা। তখন নারী ও শিশুরাও এ খেলা খুব পছন্দ করতো। ইতিহাস গ্রন্থে আছে, তখন ফুটবল খেলা এতো জনপ্রিয় ছিল যে, 'সারা দিন বলটি পায়ের পাশে থাকতো, খেলা সারা দিন চলতো, বন্ধ হতো না। হাজার হাজার মানুষ সে খেলা দেখতো ও উপভোগ করতো।'

আরেকটি ভাষ্য ছিল যে, ফুটবলের জন্ম হয় চীনে। তারপর আরব দেশের মানুষের মাধ্যমে সেটা ইউরোপে পৌঁছায় এবং আস্তে আস্তে আধুনিক ফুটবল খেলার রূপ গ্রহণ করে।

আচ্ছা, প্রিয় শ্রোতা, এটা হলো প্রাচীন চীনের ফুটবল সম্পর্কিত কিছু কথা। চীনের সংস্কৃতি সম্পর্কে আরো কী বিষয় জানতে চান - ইমেলে আমাকে জানাবেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে।

(ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক