Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: চীনে ছবি তোলার সময় কী শব্দ বলা হয়?
  2013-06-26 18:33:52  cri

সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবার নিশ্চয়ই ছবি তোলার অভিজ্ঞতা আছে। ছবি তোলার সময় কী শব্দ বললে মুখে সুন্দর হাসি আসে জানেন তো? সেটা নিয়েই কথা বলবো আজকের স্বর্ণার সাথে শিখুন আসরে।

এখনো মনে আছে আমার ছোটবেলার ছবি তোলার অভিজ্ঞতা। গত আশির দশকে চীনে ছবি তোলা ছিল বেশ বড় ব্যাপার। অ্যালবাম খুলে দেখি আমার একশ' দিন বয়সের একটা ছবি ছিল। সেই সাদাকাল ছবিতে আমার চোখ যেন দুটো কোমার মতো, আর পুরো মুখটাও যেন একটি আপেলের মতো গোল। তারপর আমার সপ্তম জন্মদিনে তোলা একটি ছবি। ছবিতে মায়ের হাতে তৈরি সোয়েটার পরে মাথায় সুতা বাঁধা দুটো বিনুনি পরে আমি হাসছি।

এখনো মনে আছে ছোটবেলা কীভাবে ছবি তুলেছিলাম। আমার সবচেয়ে সুন্দর কাপড় পরে ফোটো স্টুডিওর ভেতরে একটি সুন্দরভাবে আঁকা দেয়ালের সামনে দাঁড়ানোর পর যখন ক্যামেরাম্যান 'এক, দুই তিন, হাসো' বলেন তখন হাসতে শুরু করি। মাঝে মাঝে ক্যামেরাম্যান আবার আমাকে আকাশের ডান দিকে তাকানোর পোজ দিতে বলেছিলেন। তখন ছবি তোলা বেশ বড় ও সিরিয়াস ব্যাপার ছিল।

বড় হওয়ার পর জানলাম ছবি তোলার সময় সবাই ইংরেজি শব্দ 'ছিজ' বললে ছবিতে সুন্দর হাসিমুখ থাকবে। কিন্তু অনেক চীনা মানুষ 'ছিজ' শব্দটি জানে না। এর পরিবর্তে বেগুনের চীনা প্রতিশব্দ 'ছিয়ে জি' বলা শুরু হয়। কারণ এ শব্দ উচ্চারণের সময়ও মুখ হাসির মতো আকারে থাকে। পরে চীনের একটি টুথপেস্টের বিজ্ঞাপনের কথাও আবার বেগুনের পরিবর্তে ছবি তোলার শব্দমালায় পরিণত হয়েছে। সে টুথপেস্টের নাম হলো 'থিয়েন ছি'। কিন্তু এটি প্রত্যেকবার বলার সময় আমরা যেন আবার এ টুথপেস্টের বিজ্ঞাপন করছি।

এখন সব মানুষ ধনী হতে চায়। আর ধনী হওয়ার চীনা শব্দ হলো 'ইয়ৌ ছিয়েন', এ শব্দমালা বলার সময় যেন মুখ খুলে উপরে যায়। এবং ধনী হওয়ার কথা ভেবে মানুষের মনের আনন্দ যেন উঠে আসে। তাই 'ওয়া ইয়ৌ ছিয়েন' আবার ছবি তোলার নতুন জনপ্রিয় শব্দমালা হয়ে উঠেছে।

সুপ্রিয় শ্রোতা, এই হলো চীনের ছবি তোলা সময় বলা শব্দ নিয়ে কিছু কথা। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে ইমেল পাঠাবেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক