Web bengali.cri.cn   
পাঠ-৫৬ চীনে ভ্রমণ (১)
  2013-06-05 15:15:07  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

*****

ক: শিহাব, গত কয়েকটি ক্লাস ধরে আমরা ফোনে আলাপ সম্পর্কিত কিছু চীনা বাক্য শিখিয়ে দিয়েছি। আমি আপনার সঙ্গে সাক্ষাত্ করতে চাই, এর চীনা ভাষা কী মনে আছে?

খ: আমি আপনার সঙ্গে সাক্ষাত্ করতে চাই, এর চীনা ভাষা হলো 'ওয়া শিয়াং চিয়েন নিন'। ঠিক বলেছি?

ক: হ্যাঁ, ঠিকই বলছেন, 'ওয়া শিয়াং চিয়েন নিন'। আজকে রাতে আপনার সময় আছে, এর চীনা ভাষা কী বলে?

খ: আজকে রাতে আপনার সময় আছে, এর চীনা ভাষা হলো 'নিন চিন ওয়ান ইয়ৌ শি চিয়ান মা'?

ক: বাহ, সব মনে আছে। 'নিন চিন ওয়ান ইয়ৌ শি চিয়ান মা', আজকে রাতে আপনার সময় আছে? আচ্ছা, আজকের ক্লাসে আপনাদেরকে ভ্রমণ সম্পর্কে আমরা কিছু চীনা ভাষা শেখাবো। কেমন?

খ: হুম, খুব ভাল হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

ক: জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেই চিং মা?

খ: শি ত্য। পেই চিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন?

ক: ছাং ছেং, কু কুং, ই হ্য ইউয়ান।

খ: ওয়া ই তিং ছ্যু খান খান।

**********

ক: পেইচিংয়ে আসার পর অনেবের জন্য প্রথম প্রশ্ন হয়: এটা কি আপনার প্রথম বার পেইচিং সফর? চীনা ভাষায় বলা হয় 'জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেই চিং মা?' প্রথম বার, চীনা ভাষায় বলা হয় 'তি ই চ্ছ্যি'। এখানে 'তি ই' মানে প্রথম। দ্বিতীয় বলা হয় 'তি আর', আর তৃতীয় হলো 'তি সান'। সংখ্যার আগে 'তি' যোগ করলে সেটি অবস্থানবাচক সংখ্যায় পরিণত হয়। আর 'চ্ছ্যি' মানে বার। 'লাই' মানে আসা। এটা কি আপনার প্রথম বার চীনে আসা? 'জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেইচিং মা'।

খ: আচ্ছা, এবার আমরা শিখেছি অবস্থানসূচক সংখ্যা চীনা ভাষায় কীভাবে বলা হয়। সংখ্যার আগে শব্দ 'তি' যোগ করতে হয়। যেমন, প্রথম, চীনা ভাষায় বলা হয় 'তি ই'। দ্বিতীয়, চীনা ভাষায় বলা হয় 'তি আর', আর তৃতীয় 'তি সান'। এটা কি আপনার প্রথম বার পেইচিং সফর, চীনা ভাষায় বলা হয় 'জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেইচিং মা'। 'জ্য' মানে এটা। 'শি' মানে হয়, হলো। 'নিন' মানে আপনি। 'তি ই চ্ছ্যি' মানে প্রথম বার। 'লাই' মানে আসা। 'মা' হলো প্রশ্নবোধক শব্দ। 'জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেইচিং মা'।

ক: উত্তর দেওয়ার সময় যদি হ্যাঁ হয় তাহলে বলতে পারেন 'শি ত্য'।

খ: আচ্ছা, 'শি ত্য' মানে হ্যাঁ, বা ঠিক।

ক: পেইচিংয়ে কী কী দর্শনীয় স্থান আছে? তা জিজ্ঞাস করার সময় বলতে পারেন, 'পেইচিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন'। দর্শনীয় স্থান, চীনা ভাষায় বলা হয় 'চিং তিয়েন'। কী কী বা কোন কোন, চীনা ভাষায় বলা হয় 'না শিয়ে'। 'ইয়ৌ' মানে আছে বা থাকে। পেইচিংয়ে কী কী দর্শনীয় স্থান আছে, 'পেইচিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন'।

খ: 'পেইচিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন',অর্থ হলো পেইচিংয়ে কী কী দর্শনীয় স্থান আছে। 'ইয়ৌ' মানে আছে বা থাকে। 'না শিয়ে' মানে কী কী, বা কোন কোন। 'চিং তিয়েন' মানে দর্শনীয় স্থান। 'পেইচিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন'।

ক: শিহাব, আপনার জানা মতে, পেইচিংয়ে কী কী দর্শনীয় স্থান আছে?

খ: ওহ সেটা বলে শেষ করা যাবে না। পেইচিংয়ে সাধারণ ও অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে। যেমন, মহাপ্রাচীর, নিষিদ্ধ নগরী, সামার প্যালেস ইত্যাদি। কিন্তু এগুলোর চীনা নাম কী?

ক: মহাপ্রাচীরের চীনা নাম হলো 'ছাং ছেং'। 'ছাং' মানে লম্বা, আর 'ছেং' মানে প্রাচীর। নিষিদ্ধ নগরী, চীনা ভাষা বলা হয় 'কু কুং' বা 'জি চিন ছেং'। আর সামার প্যালেস চীনা ভাষায় বলা হয় 'ই হ্য ইউয়ান'।

খ: বাহ, অনেক সুন্দর নাম। আমি আবার বলছি, মহাপ্রাচীর, চীনা ভাষায় বলা হয় 'ছাং ছেং'। নিষিদ্ধ নগরী, চীনা ভাষায় বলা হয় 'কু কুং' বা 'জি চিন ছেং'। আর সামার প্যালেস, চীনা ভাষায় বলা হয় 'ই হ্য ইউয়ান'। পেইচিংয়ে আসলে আপনাকে এসব দর্শনীয় স্থান দেখতে হবে।

ক: হ্যাঁ, আমি অবশ্যই দেখতে যাবো, 'ওয়া ই তিং ছ্যু খান খান'। অবশ্যই, চীনা ভাষায় বলা হয় 'ই তিং'। দেখতে যাবো, চীনা ভাষায় বলা হয় 'ছ্যু খান খান'। এখানে 'ছ্যু' মানে যাওয়া, 'খান' মানে দেখা, দুইটো 'খান' একসাথে ব্যবহার করা মানে একটু দেখা। 'ওয়া ই তিং ছ্যু খান খান', আমি অবশ্যই দেখতে যাবো।

******প্রধান প্রধান বাক্য

ক: জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেই চিং মা?

খ: শি ত্য। পেই চিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন?

ক: ছাং ছেং, কু কুং, ই হ্য ইউয়ান।

খ: ওয়া ই তিং ছ্যু খান খান।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'এটা কি আপনার প্রথম পেইচিং সফর?' চীনা ভাষায় কীভাবে বলা হয়?

খ: 'এটা কি আপনার প্রথম পেইচিং সফর?' চীনায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক