


খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
ক: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। আমরা ডিসেম্বর মাসের শেষ অনুষ্ঠান, অর্থাত্ ২৯ ডিসেম্বরের অনুষ্ঠানে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ভাগ্যবান ১৫জন শ্রোতার নাম ঘোষণা করবো। আশা করি, যারা এ অনুষ্ঠান নিয়মিত শুনছেন তারা প্রতিটি অনুষ্ঠানের শেষ দিকে দেওয়া প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন ইমেলের মাধ্যমে।
খ: ইমেলের টাইটেলে লিখে দিতে হবে অনুষ্ঠানের নাম - কনফুসিয়াস ক্লাসরুম। ইমেলে স্পষ্টভাবে লিখতে হবে আপনার মেল ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বর, যাতে আমরা উপহার পৌঁছাতে পারি আপনাদের কাছে। আচ্ছা, স্বর্ণা, গত ক্লাসে আপনি শিখিয়েছিলেন কীভাবে দাওয়াত দিতে হয়।
ক: তাহলে দাওয়াত দিয়েছেন বন্ধুদেরকে?
খ: হ্যাঁ, দিয়েছি, তারাও খুব খুশি হয়েছে। কিন্তু বাসার ঠিকানা বোঝানোর সময় একটু সমস্যায় পড়েছিলাম।
ক: ও, আচ্ছা।
খ: হ্যাঁ, আজকের ক্লাসে কি ঠিকানার বিষয় একটু শিখাবেন?
ক: হ্যাঁ, অবশ্যই। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
ক: নি জু জাই নালি?
খ: ইয়াং কুয়াং শিয়াও ছুই।
ক: চি হাও লৌ?
খ: পা হাও লৌ, সান তান ইউয়ান, সান লিং আর ফাং চিয়েন।
**********
ক: শিহাব, আপনি যদি কাউকে জিজ্ঞাস করতে চান, তুমি কোথায় থাকো, তাহলে চীনা ভাষায় বলতে পারেন, 'নি জু জাই না লি'? 'জু' মানে থাকা, বাস করা। 'জাই' ইংরেজিতে at বা in এর মতো। 'না লি' মানে কোথায়। 'নি জু জাই না লি' , তুমি থাকো কোথায়?
খ: তুমি কোথায় থাকো, চীনা ভাষায় বলা হয় 'নি জু জাই না লি'। 'জু' মানে থাকা, বাস করা। 'জাই' ইংরেজিতে at বা in এর মতো। 'না লি' মানে কোথায়। 'নি জু জাই না লি' মানে তুমি থাকো কোথায়।
ক: আর চীনে বিভিন্ন ধরনের আবাসিক এলাকা আছে, চীনা ভাষায় বলা হয় 'শিয়াও ছুই। আর এসব আবাসিক এলাকার আলাদা নাম আছে। যেমন সূর্যালোক নামক আবাসিক এলাকা, চীনা ভাষায় বলা হয় 'ইয়াং কুয়াং শিয়াও ছুই'। 'ইয়াং কুয়াং' মানে সূর্যালোক।
খ: আচ্ছা, আবাসিক এলাকা, চীনা ভাষায় বলা হয় 'শিয়াও ছুই'। সূর্যালোক নামক আবাসিক এলাকা চীনা ভাষায় বলা হয় 'ইয়াং কুয়াং শিয়াও ছুই'।
ক: হ্যাঁ, 'শিয়াও ছুই'র নাম জানার পর, কত নম্বর ভবন জানতে হবে, তখন জিজ্ঞাস করতে পারেন 'চি হাও লৌ'? 'চি' মানে কত, 'হাও'মানে নম্বর, 'লৌ' মানে ভবন।
খ: একটি আবাসিক এলাকায় অনেক ভবন থাকে, কত নম্বর ভবনে আমন্ত্রণকারী থাকেন তা জানতে হবে। তখন জিজ্ঞাস করতে পারেন, 'চি হাও লৌ'? 'চি' মানে কত, 'হাও' মানে নম্বর, 'লৌ' মানে ভবন।
ক: আট নম্বর ভবন হলে বলতে পারেন 'পা হাও লৌ', আট নম্বর ভবন।
খ: চীনে ভবনের নম্বর সাধারণত ভবনের বাইরে লেখা থাকে। আট নম্বর ভবন, চীনা ভাষায় বলা হয় 'পা হাও লৌ'। 'পা' মানে আট, 'হাও' মানে নম্বর, 'লৌ' মানে ভবন। 'পা হাও লৌ', আট নম্বর ভবন। আচ্ছা, স্বর্ণা, চীনা সংখ্যা অনেক আগে আমরা শিখেছি। এখানে যদি আরেকবার পর্যালোচনা করি তাহলে খুব ভাল হয়।
ক: আচ্ছা, তাহলে আমরা সংখ্যাগুলো আরেকবার বলি। এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ, ছয়-লিউ, সাত-ছি, আট-পা, নয়-চিউ, দশ-শি।
খ: এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ, ছয়-লিউ, সাত-ছি, আট-পা, নয়-চিউ, দশ-শি।
ক: আর এগারো-শি ই, বিশ-আর শি, ত্রিশ-সান শি, একশ-ই পাই।
খ: এগারো-শি ই, বিশ-আর শি, ত্রিশ-সান শি, একশ-ই পাই।
ক: ভবনের নম্বর জানার পর, এবার জানতে হবে কোন ইউনিট। ইউনিট, চীনা ভাষায় বলা হয় 'তান ইউয়ান'। ইউনিট তিন, চীনা ভাষায় বলা হয় 'সান তান ইউয়ান'।
খ: ইউনিটকে চীনা ভাষায় বলা হয় 'তান ইউয়ান'। ইউনিট তিন, চীনা ভাষায় বলা হয় 'সান তান ইউয়ান'।
ক: অবশেষে রুম নম্বর জানতে হবে। রুম, ঘর, চীনা ভাষায় বলা হয় 'ফাং চিয়েন' । রুম নম্বর তিন শূন্য দুই, চীনা ভাষায় বলা হয় 'সান লিং আর ফাং চিয়েন'।
খ: আচ্ছা, রুম বা ঘরকে চীনা ভাষায় বলা হয় 'ফাং চিয়ান', রুম নম্বর তিন শূন্য দুই, চীনা ভাষায় বলা হয় 'সান লিং আর ফাং চিয়ান'।
******প্রধান প্রধান বাক্য
ক: নি জু জাই নালি?
খ: ইয়াং কুয়াং শিয়াও ছুই।
ক: চি হাও লৌ?
খ: পা হাও লৌ, সান তান ইউয়ান, সান লিং আর ফাং চিয়েন।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'তুমি কোথায় থাকো' –চীনা ভাষায় কীভাবে বলা হয়?
খ: 'তুমি কোথায় থাকো' চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে আমাদেরকে জানাতে পারেন ইমেল পাঠিয়ে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn আর ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (স্বর্ণা/এসআর)




